Russia- Ukraine

রুশ নিশানায় কিভের বিদ্যুৎ পরিষেবা

বৃহস্পতিবার ৯০টি ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন উড়ে আসে কিভের আকাশে। সেগুলির অভিঘাতে কিভের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী পরিকাঠামো নষ্ট হয়ে যায়।

Advertisement
সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৫:৪৪

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

প্রবল শীতের মুখে ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামোর উপরে হামলা চালালো রাশিয়া। বৃহস্পতিবার ৯০টি ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন উড়ে আসে কিভের আকাশে। সেগুলির অভিঘাতে কিভের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী পরিকাঠামো নষ্ট হয়ে যায়। কম করে আট ঘণ্টার জন্য অন্ধকার হয়ে যায় রাজধানীর কিয়দংশ। প্রায় ১০ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

Advertisement

ইউক্রেনে বছরের এই সময়ে শীত বেশ জাঁকিয়ে পড়ে। প্রবল ঠান্ডা থেকে বাঁচতে বিদ্যুৎ প্রয়োজন। ইউক্রেন প্রশাসনের মতে, শীতকেই আসল হাতিয়ার করতে চেয়েছে রাশিয়া। কিভের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির দফতরের শীর্য আধিকারিক আনদ্রি ইয়েরমাক বলেন, ‘‘এই হামলায় উত্তর কোরিয়ার মতো খামখেয়ালি রাষ্ট্রগুলি রাশিয়াকে মদত দিচ্ছে।’’

রাশিয়া জানিয়েছে, তারা মহাশক্তিশালী সুপারসনিক ক্ষেপণাস্ত্র হানতে সফল হয়েছেন। রুশ হামলায় অন্তত ৫ জন জখম হন ইউক্রেনে। বাসিন্দারা মেট্রো স্টেশনে আশ্রয় নেন। প্রায় ২ লক্ষ ১৫ হাজার বাড়ি অন্ধকারে চলে যায়। দেশের বিদ্যুৎ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বিশেষজ্ঞরা পরিষেবা স্বাভাবিক করার জন্য জোরদার চেষ্টা চালাচ্ছেন।


আরও পড়ুন
Advertisement