ভেঙে পড়া সেই যাত্রিবাহী বিমান। ছবি: সংগৃহীত।
কাজ়াখস্তানের আকতুতে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। কাজ়াখস্তান সরকারের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। বুধবার সকালের এই দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটি আজ়ারবাইজান এয়ারলাইন্সের। তারা জানিয়েছে, বিমানে ৬২ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু সদস্য ছিলেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটি আজ়ারবাইজান এয়ারলাইন্সের। বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজ়নি যাচ্ছিল বিমানটি। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়। রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানবন্দরের উপর বেশ কয়েক বার চক্কর কাটতে দেখা গিয়েছে বিমানটিকে। তার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, বিমানে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন।
বিমান ভেঙে পড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি খোলা মাঠের মধ্যে বিমানটি গোত্তা খেয়ে পড়ে আগুন ধরে যায়। বিমানবন্দরের কাছেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জরুরি ভিত্তিতে নামার জন্য বিমানবন্দরকে জানিয়েছিলেন পাইলট, কিন্তু তার আগেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়।
আজ়ারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমানটি বাকু থেকে স্থানীয় সময় ভোর ৩টে ৫৫ মিনিটে গ্রজ়নির উদ্দেশে রওনা দেয়। উদ্ধারকারীরা জানিয়েছেন, বিমানটি টুকরো টুকরো হয়ে গিয়েছে। তবে কয়েক জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। কত জনকে জীবিত অবস্থাওয় পাওয়া গিয়েছে সেই সংখ্যাটি স্পষ্ট নয়।