journalist

‘মাছ নিয়ে গেল চিলে’ পরিস্থিতি সাংবাদিকের, লাইভ চলাকালীন ইয়ারফোন নিয়ে উড়ে গেল টিয়া

ক্যামেরায় থাকা সাংবাদিক ইয়ারফোন নেওয়ার জন্য টিয়াটিকে ধরার চেষ্টা করেন। লাভ হয়নি। টিয়া উড়েছে নিজের ছন্দে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৯:৪৯
সাংবাদিকের কান থেকে ইয়ারফোন খুলছে টিয়া।

সাংবাদিকের কান থেকে ইয়ারফোন খুলছে টিয়া। ছবি: সংগৃহীত।

এ যেন ছড়ার ‘মাছ নিয়ে গেল চিলে’ পরিস্থিতি। এলাকায় ডাকাতির বাড়বাড়ন্ত নিয়ে স্থানীয় চ্যানেলের জন্য লাইভ করছিলেন চিলির এক সাংবাদিক। লাইভের মাঝে তাঁর ইয়ারফোন ছিনতাই হয়ে গেল। নিয়ে পালাল এক টিয়া। মাঝপথেই ভেস্তে যেতে বসেছিল লাইভ। শেষ পর্যন্ত অবশ্য রক্ষা পান সাংবাদিক।

সংবাদিকের নাম নিকোলাস ক্রাম। চিলির চিলিভিশন নামে একটি চ্যানেলে কাজ করেন তিনি। সেই চ্যানেলের জন্যই লাইভ করছিলেন নিকোলাস। জানাচ্ছিলেন, নির্দিষ্ট কিছু এলাকায় বেড়েছে ডাকাতি। তখনই এক টিয়া এসে বসে তাঁর কাঁধে। এর পর কান থেকে ইয়ারফোন খুলে পালিয়ে যায়। অন্য কানে লাগানো ইয়ার ফোন দিয়েই কোনও মতে লাইভ চালিয়ে যান তিনি।

Advertisement

ক্যামেরায় থাকা সাংবাদিক ইয়ারফোন নেওয়ার জন্য টিয়াটিকে ধরার চেষ্টা করেন। লাভ হয়নি। যদিও শেষ পর্যন্ত ইয়ারফোন ফেলে উড়ে যায় টিয়া। সে কথা দর্শকদের পরে জানিয়ে দেন সাংবাদিক।

Advertisement
আরও পড়ুন