imran khan

Imran Khan: মধ্যরাতের নাটক শেষে ইমরান সরকারের পতন, ইসলামাবাদ ছাড়লেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী

পাক অ্যাসেম্বলিতে যবনিকা পতন মধ্যরাতের নাটকের।অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে পড়ল ১৭৪টি ভোট। অ্যাসেম্বলিতে উচ্ছ্বাস প্রকাশ বিরোধীদের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০৪:০৮

ফাইল ছবি।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০১:২৬ key status

ইমরান সরকারের পতন

পাক অ্যাসেম্বলিতে যবনিকা পতন হল মধ্যরাতের নাটকের। অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে পড়ল ১৭৪টি ভোট। পতন হল ইমরান সরকারের। অ্যাসেম্বলিতে উচ্ছ্বাস প্রকাশ বিরোধীদের। তবে ইতিমধ্যেই হেলিকপ্টার করে ইসলামাবাদ ছেড়েছেন ইমরান।

timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:৪৯ key status

ফের শুরু হল ভোটাভুটির প্রক্রিয়া

চার মিনিটের জন্য অধিবেশন স্থগিত থাকার পর আবার শুরু হল অনাস্থা ভোটের প্রক্রিয়া।

Advertisement
timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:২৮ key status

শুরু হল ভোটাভুটি

ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট শুরু হল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে ১২টার আগেই শুরু হচ্ছে ভোটাভুটি। তবে শুরু হয়েই চার মিনিটের জন্য স্থগিত করা হল অধিবেশনের অনাস্থা ভোটের প্রক্রিয়া।

timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:২৪ key status

ন্যাশনাল অ্যাসেম্বলি ছাড়লেন তেহরিক-এ-ইনসাফের সাংসদরা

ন্যাশনাল অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে গেলেন ক্ষমতাসীন তেহরিক-এ-ইনসাফ দলের সাংসদরা। কিছুক্ষণ পরেই শুরু হবে ভোটাভুটি।

Advertisement
timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:২০ key status

শুরু হতে চলেছে অনাস্থা ভোট

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে নতুন স্পিকারের পদে বসলেন সরদার আয়াজ সাদিক। শুরু হতে চলেছে অনাস্থা ভোট। পাঁচ মিনিট পরে শুরু হবে ভোট প্রক্রিয়া।

timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:১০ key status

ইস্তফা দিলেন স্পিকার এবং ডেপুটি স্পিকার

অনাস্থা ভোট শুরু হওয়ার আগেই ইস্তফা দিলেন ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার এবং ডেপুটি স্পিকার। ইমরানের বাসভবনে গিয়ে দেখা করার পর অ্যাসেম্বলিতে প্রবেশ করেন স্পিকার। সেখানেই ইস্তফা দেন স্পিকার। প্রশ্ন উঠছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কে অনাস্থা ভোট পরিচালনা করবেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২৩:৪৯ key status

ইসলামাবাদের সমস্ত হাসপাতালে জরুরি অবস্থার ঘোযণা

ইসলামাবাদের সমস্ত হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে মনে করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২৩:৪০ key status

স্পিকারের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করল বার অ্যাশোসিয়েশন

এখনও অবধি শুরু হয়নি অনাস্থা ভোটাভুটি। তাই স্পিকারের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করল সুপ্রিম কোর্টের বার অ্যাশোসিয়েশন। তবে এখনও পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলি পৌঁছাননি ইমরান। সাত জন বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানি করতে পারেন।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২৩:৩৬ key status

সুপ্রিম কোর্ট চত্বরে বাড়ানো হল নিরাপত্তা

সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হল। ইমরান সরলে তাঁর সমর্থকেরা রাস্তায় নামতে পারে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই এই বাড়তি নিরাপত্তা। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২৩:২১ key status

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি

পাকিস্তানের সুপ্রিম কোর্টে পৌঁছলেন প্রধান বিচারপতি। রাত সাড়ে ১২টায় সুপ্রিম কোর্ট খোলা হবে। অনাস্থা ভোট না হলে সুপ্রিম কোর্ট বিশেষ ভূমিকা নিতে পারে। এমনকি গ্রেফতারও হতে পারেন ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ‌এবং ডেপুটি স্পিকার। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২২:৫৩ key status

ইমরানকে ইস্তফা দিতে বারণ করল মন্ত্রিসভা: সূত্র

সূত্রের খবর, ইমরানের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকে তাঁকে ইস্তফা দিতে বারণ করেন সদস্যরা। তাঁকে অনাস্থাভোটের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন মন্ত্রীরা। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২২:৪৮

‘বিদেশি ষড়যন্ত্রের চিঠি’ প্রধান বিচারপতিকে দেখাতে চান ইমরান

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ‘বিদেশি ষড়যন্ত্রে’র চিঠি দেখাতে পারেন ইমরান খান। ভোটাভুটির আগেই সেই চিঠি প্রধান বিচারপতিকে দেখাতে চান ইমরান। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২২:৪৫ key status

সময়ে ভোটাভুটি না হলে গ্রেফতার হতে পারেন স্পিকার

নির্ধারিত সময়ের মধ্যে ভোটাভুটি না হলে গ্রেফতার হতে পারেন ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২২:৪৪ key status

খোলা হল ইমরানের দফতর, ন্যাশনাল অ্যাসেম্বলির পথে প্রধানমন্ত্রী

ইসলামাবাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রীর দফতর খোলা হল। শোনা যাচ্ছে, বাসভবন থেকে বেরিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলির দিকে রওনা দিয়েছে ইমরানের কনভয়। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২২:৪২ key status

পাকিস্তানের সেনা প্রধান দেখা করলেন ইমরানের সঙ্গে: রয়টার্স

অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে কি না, তা নিয়ে সংশয়ের মধ্যেই ইমরানের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের সেনা প্রধান। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২১:২৩ key status

ইমরানকে এখনই গ্রেফতার করার দাবি বিরোধী নেত্রী মরিয়মের

দেশকে বাঁচাতে চাইলে এখনই ইমরান খান ও ডেপুটি স্পিকারকে গ্রেফতার করা হোক। দাবি তুললেন বিরোধী নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২০:৩৬ key status

সাড়ে ন’টা পর্যন্ত মুলতুবি ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন

বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন স্থানীয় সময় রাত সাড়ে ন’টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হল। অর্থাৎ ভারতীয় সময় রাত দশটায় ফের বসবে অধিবেশন। তখন হবে কি অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি? এখনও তা স্পষ্ট নয়।  

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২০:১৯ key status

শনিবার অনাস্থাভোট হচ্ছে না: পাকিস্তানের সংবাদমাধ্যম

পাকিস্তানের সংবাদ সম্প্রচার চ্যানেল ‘জিও নিউজ’-এর দাবি, শনিবার অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হচ্ছে না। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৮:৪৮ key status

সাড়ে আটটায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পেশ: পাক সংবাদমাধ্যম

পাকিস্তানের সংবাদমাধ্যমের একটি অংশের দাবি, রাত সাড়ে আটটা নাগাদ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হতে পারে। কিন্তু রাত ন’টায় ইমরান নিজের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। ফলে জল কোন দিকে গড়াচ্ছে, তা বুঝতে পারছেন না পাক সাংবাদিকরা। কারণ, অনাস্থাভোটে ইমরানের হার কার্যত নিশ্চিত। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৮:৪১ key status

নিজেকে প্রাক্তন মন্ত্রী হিসেবে পরিচয় দিলেন ইমরানের মন্ত্রিসভার সদস্য

ইমরান সরকারের সদস্য তথা পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফওয়াদ হোসেন নিজের টুইটার হ্যান্ডলে নিজের পরিচয় প্রাক্তন মন্ত্রী করে দিয়েছেন।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন