পাকিস্তানের সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছিল যে, ইমরানের রাজনৈতিক জীবন কোন দিকে মোড় নেবে তা নাকি বুশরা বিবি তাঁর আধ্যাত্মিক বিদ্যাকে কাজে লাগিয়ে বলে দিয়েছিলেন।
ইমরান খান এবং বুশরা বিবি। ফাইল চিত্র।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন নিজের গদি বাঁচাতে ব্যস্ত, ঠিক সেই সময় তাঁর স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ইমরানকে খোঁচা দিলেন তসলিমা নাসরিন। টুইট করে তিনি বলেন, ‘এ বার বুশরা বিবিকে ডিভোর্স দিতে পারেন ইমরান। এবং এমন এক জন মহিলাকে বিয়ে করতে পারেন যিনি বলতে পারেন, ইমরানের মৃত্যু নেই।’
পাকিস্তানের ক্ষমতায় আসার পর ২০১৮-তে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান। তাঁর তৃতীয় স্ত্রী। 'পিঙ্কি পিরনি' নামেও পরিচিত বুশরা। তাঁকে বিয়ে করার পর বিরোধীদের কম কটাক্ষের শিকার হতে হয়নি ইমরানকে। বুশরা নাকি ডাইনিবিদ্যা জানেন। তিনি নাকি নানা রকম 'অতিপ্রাকৃত' কাজকর্মের সঙ্গে জড়িত।
পাকিস্তানের সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছিল যে, ইমরানের রাজনৈতিক জীবন কোন দিকে মোড় নেবে তা নাকি বুশরা বিবি তাঁর 'অতিপ্রাকৃত' বিদ্যাকে কাজে লাগিয়ে বলে দিয়েছিলেন। তিনি যে ক্ষমতায় আসছেন, তা-ও নাকি তাঁরই ভবিষ্যদ্বাণী ছিল। ২০১৫ থেকে বুশরার এই সব আধিদৈবিক-আধিভৌতিক পরামর্শ মেনে চলছেন ইমরান। এমনকি তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কেও বুশরার ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। বিয়ের আগে থেকেই ইমরান-বুশরার সম্পর্ক এবং বুশরার ‘ডাইনিবিদ্যা’ নিয়ে কম চর্চা হয়নি। বিয়ের পরেও বুশরাকে নিয়ে ইমরানকে একের পর এক বাউন্সার সামলাতে হয়েছে।
Imran Khan married Bushra because Bushra with her special spiritual power said Imran would be the Prime Minister.Did she predict he won't be able to complete his term? Certainly not. Now he can divorce her& marry a fortune-telling female parrot who will say Imran will never die.
— taslima nasreen (@taslimanasreen) April 9, 2022
তবে এ বার জোরালো খোঁচাটা এল তসলিমার কাছ থেকে। আর সেটি এল এমন এক সময়ে, যখন রাজনৈতিক সঙ্কটে গোটা পাকিস্তান। ইমরান খান ছুটোছুটি করছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে। টুইটে তসলিমা আরও লেখেন, ‘বুশরাকে ইমরান বিয়ে করেছিলেন কারণ ওঁর অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে। এবং বলেছিলেন ইমরানই হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।’ এর পরই তাঁর কটাক্ষ, ‘বুশরা কি এ কথাও বলেছিলেন যে ইমরান ওঁর কার্যকাল শেষ করতে পারবেন না? আমার নিশ্চিত ভাবে মনে নয়, তিনি এটি বলেননি।’
এর পরই তসলিমা বলেন, ‘এ বার তা হলে বুশরাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন, যিনি বলবেন ইমরানের মৃত্যু নেই। তিনি অমর!’