Myanmar

জঙ্গিদের ডেরা ভেবে স্কুলে গুলি চালাল সেনা কপ্টার, মায়ানমারে নিহত ছয় পড়ুয়া, আহত ১৭

সেনাবাহিনীর কাছে খবর ছিল, জঙ্গিরা এই স্কুলটিকে সন্ত্রাসমূলক কাজের জন্য ব্যবহার করছে এবং সেনাবাহিনীর উপর আক্রমণের ছক কষছে। এর পরেই স্কুলে গুলি চালানোর সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী।

Advertisement
সংবাদ সংস্থা
পাকান্ত, মায়ানমার শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১০:২৪
স্কুলের দেওয়ালে গুলি এবং রক্তের দাগ স্পষ্ট।

স্কুলের দেওয়ালে গুলি এবং রক্তের দাগ স্পষ্ট। ছবি: রয়টার্স।

সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চলল স্কুলে। এই ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ছয় পড়ুয়ার। আহতও অন্তত ১৭ জন। মায়ানমারের সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামের একটি বৌদ্ধ মঠে শুক্রবার এই ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে খবর ছিল, জঙ্গিরা এই স্কুলটি সন্ত্রাসমূলক কাজের জন্য ব্যবহার করছে এবং সেনাবাহিনীর উপর আক্রমণের ছক কষছে। এর পরই স্কুল ভবনে গুলি চালানোর সিদ্ধান্ত নেয় সেনা।

স্থানীয় সংবাদমাধ্যমের সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গুলি লেগে কিছু শিশু ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুই বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেনাবাহিনী মৃতদেহগুলিকে ঘটনাস্থল থেকে ১১ কিলোমিটার দূরে একটি শহরে নিয়ে যায় এবং সেখানে কবর দিয়ে দেয়। নেটমাধ্যমে ওই স্কুলের বেশ কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যেখানে স্কুলের দেওয়ালে গুলি এবং রক্তের দাগ স্পষ্ট।

সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি’ নামক একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা ওই মঠে বেশ কিছু দিন ধরে লুকিয়ে ছিলেন এবং গ্রামটিকে অস্ত্র লেনদেনের কেন্দ্র হিসাবে ব্যবহার করছিলেন। সেনাবাহিনীর তরফে ওই এলাকা পরিদর্শনে যাওয়ার পর জঙ্গিরা স্কুলের ভিতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে মায়ানমারের গণতন্ত্রপন্থী ন্যাশনাল ইউনিটি গভর্মেন্ট (এনইউজি)-এর দাবি, সেনাবাহিনী ইচ্ছা করেই এই স্কুলে হামলা চালিয়েছে। এমনকি, এই ঘটনার পর ২০ জন ছাত্র ও শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলেও এনইউজির দাবি।

প্রসঙ্গত, গত বছর নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মায়নমারের সেনাবাহিনী দেশ সামালানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার পর থেকেই দফায় দফায় সে দেশে অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে। দেশের মাথা থেকে সেনাবাহিনীকে দেশ জুড়ে বিভিন্ন গোষ্ঠী সশস্ত্র আন্দোলনের পথে নেমেছে।

আরও পড়ুন
Advertisement