Mass Shooting

ট্রাম্পকাণ্ডের পর ফের বন্দুকবাজের হানা আমেরিকায়! নিহত তিন, জখম আরও ১৬

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত ১৯ জন গুলির আঘাতে জখম হয়েছেন। নিহত হয়েছেন তিন তরুণ। তিন জনেরই বয়স ১৯ এর মধ্যে। এখনও পর্যন্ত আততায়ীর খোঁজ পাওয়া যায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ১৪:৪১
সভার মাঝে বন্দুক হানায় জখম ডোনাল্ড ট্রাম্প।

সভার মাঝে বন্দুক হানায় জখম ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

ট্রাম্পকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার বন্দুকবাজের হানা আমেরিকায়। সূত্রের খবর, হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন, জখম আরও ১৬। আমেরিকার সময় অনুযায়ী রবিবার মিসিসিপির একটি পানশালায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

মিসিসিপির ইন্ডিয়ানোলায় অবস্থিত চার্চ স্ট্রিটের ওই পানশালাটি বেশ জনপ্রিয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে তাঁরা পানশালার আশপাশেই ছিলেন। আচমকা পর পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে স্থানীয় সময় রাত একটা নাগাদ ইন্ডিয়ানোলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত ১৯ জন গুলির আঘাতে জখম হয়েছেন। নিহত হয়েছেন তিন তরুণ। তিন জনেরই বয়স ১৯ এর মধ্যে। মৃতদের পরিচয় সম্পর্কে বিশদে কিছু জানায়নি পুলিশ। বাকি ১৬ জন আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও এঁদের মধ্যে সবাইকে সরাসরি গুলি করা হয়নি। কেউ কেউ ছিটকে-আসা বুলেটের টুকরোতেও আহত হয়েছেন। এখনও পর্যন্ত আততায়ীর পরিচয় জানা যায়নি। কেন এই বন্দুক হানা, জানার চেষ্টা করছে পুলিশ।

তিন তিনটি তাজা প্রাণের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ইন্ডিয়ানোলার মেয়র কেন ফেদারস্টোন। আমেরিকায় বন্দুকবাজদের দৌরাত্ম্য যেন উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পেনসিলভেনিয়ার একটি নির্বাচনী প্রচারসভায় বন্দুকবাজের হানায় জখম হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আততায়ীর ছোড়া গুলি ট্রাম্পের ডান কান ফুঁড়ে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। তবে এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন সভায় উপস্থিত জনৈক রিপাবলিকান সমর্থক, জখম আরও ২।

Advertisement
আরও পড়ুন