Mahfuj Alam

‘বাংলাদেশের অংশ’ বলে পশ্চিমবঙ্গকে চিহ্নিত করেছিলেন! নাহিদের স্থানে দায়িত্বে সেই মাহফুজ

মাহফুজ গত বছরের ১০ নভেম্বর ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তবে তিনি কোনও মন্ত্রকের দায়িত্বে ছিলেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪১
(বাঁ দিকে) নাহিদ ইসলাম। মাহফুজ আলম (ডান দিকে)

(বাঁ দিকে) নাহিদ ইসলাম। মাহফুজ আলম (ডান দিকে) —ফাইল চিত্র।

পদত্যাগী নাহিদ ইসলামের স্থানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর এক নেতা মহম্মদ মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দফতর থেকে প্রকাশিত বুধবার এ কথা জানানো হয়েছে।

Advertisement

মাহফুজ গত বছরের ১০ নভেম্বর ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তবে তিনি কোনও মন্ত্রকের দায়িত্বে ছিলেন না। তবে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ অগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক মাহফুজ গত জুলাই-অগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের তথ্য-সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব নেওয়ার ছ’মাসের মধ্যেই মঙ্গলবার ইস্তফা দিয়েছিলেন নাহিদ। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে নতুন দলের নাম ঘোষণা হওয়ার কথা। সেই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে চলেছেন তিনি। প্রসঙ্গত, গত ডিসেম্বরে সমাজমাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছিলেন মাহফুজ। পশ্চিমবঙ্গের একাংশ, অসম এবং ত্রিপুরাকে সেখানে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক বাধে। নয়াদিল্লি কড়া প্রতিক্রিয়া জানানোর পর পোস্টটি সরিয়ে নিয়েছিলেন মাহফুজ়।

দায়িত্ব নেওয়ার ছ’মাসের মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ ইসলাম। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দফতরে ইস্তফা পাঠিয়েছেন তিনি। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে নতুন দলের নাম ঘোষণা হওয়ার কথা। সেই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে চলেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন