Keir Starmer

স্টার্মারের পার্টিতে কাবাব ও সুরা, ক্ষুব্ধ অতিথিরা

প্রদীপ জ্বালানো থেকে শুরু করে দীপাবলির শুভেচ্ছা বিনিময়, অনুষ্ঠান চলছিল বাঁধা গতেই। ছন্দপতন হয় নৈশভোজের সময়ে।

Advertisement
শ্রাবণী বসু
লন্ডন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৮:৩৬
মেনুতে ছিল ভেড়ার মাংসের হরেক রকমের কাবাব এবং পানীয় হিসেবে রয়েছে ওয়াইন ও বিয়ার।

মেনুতে ছিল ভেড়ার মাংসের হরেক রকমের কাবাব এবং পানীয় হিসেবে রয়েছে ওয়াইন ও বিয়ার। ছবি: সংগৃহীত।

চোদ্দো বছরে এই প্রথম লেবার পার্টির তরফে দীপাবলি পার্টির আয়োজন করা হল ১০, ডাউনিং স্ট্রিটে। আর সেই উদ্‌যাপনে শামিল হল বিতর্ক।

Advertisement

প্রদীপ জ্বালানো থেকে শুরু করে দীপাবলির শুভেচ্ছা বিনিময়, অনুষ্ঠান চলছিল বাঁধা গতেই। ছন্দপতন হয় নৈশভোজের সময়ে। দেখা যায়, মেনুতে রয়েছে ভেড়ার মাংসের হরেক রকমের কাবাব এবং পানীয় হিসেবে রয়েছে ওয়াইন ও বিয়ার। অনুষ্ঠানে উপস্থিত কয়েক জন এই খাবার ও পানীয় দেখে তখনই অসন্তোষ প্রকাশ করেন। পরে এই সব কাবাব ও সুরার ছবি তুলে কেউ একটি কনজ়ারভেটিভপন্থী পত্রিকায় দিয়ে দেয়। সেই পত্রিকা খবরটি প্রকাশ করার পরে তা সমাজমাধ্যমে ভাইরাল হয় এবং ঘোর সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী

কিয়র স্টার্মার। অনেকেই স্টার্মারের দীপাবলি পার্টির সঙ্গে গত বছর সাবেক প্রধানমন্ত্রী, কনজ়ারভেটিভ দলের ঋষি সুনকের দীপাবলির পার্টিরও তুলনা করেন।

হিন্দু সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন উৎসব-উদ্‌যাপনে সাধারণত নিরামিষ ও আমিষ, দু’ধরনের খাবারেরই আয়োজন করেন ব্রিটিশ মন্ত্রী, কূটনীতিক বা রাজনীতিকেরা। তবে এ বছর রয়্যাল এয়ার ফোর্সের দীপাবলি পার্টির মেনুতে যেমন ছিল জিরা রাইস, ছোলে, সামোসা ও ফলের রস।

সামনের বছর ১০, ডাউনিং স্ট্রিটের পার্টিতেও এ ধরনের পদের আয়োজন করতে প্রধানমন্ত্রীর ভুল হবে না বলেই মত স্টার্মার-ঘনিষ্ঠদের।

আরও পড়ুন
Advertisement