Balochistan Attack

বালোচিস্তানে প্রত্যাঘাত বিদ্রোহী বাহিনীর, ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত কট্টরপন্থী জমিয়ত নেতা

কালাতের জেইউআই প্রধান মহম্মদ আবদুল্লা এবং তাঁর সঙ্গীরা একটি গাড়িতে যাচ্ছিলেন। সেটি ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেয় বিদ্রোহীরা। নিহত হন তিন জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১১:৩১
বালোচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ।

বালোচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

এ বার ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি জানান দিল বালোচিস্তানের বিদ্রোহীরা। বৃহস্পতিবার রাতে কালাত জেলায় ওই হামলার ঘটনায় ইসলামি কট্টরপন্থী সংগঠন জমিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই)-এর এক নেতা-সহ তিন জন নিহত হয়েছেন বলে বালোচিস্তান সরকার জানিয়েছে। গুরুতর আহত পাঁচ জন।

Advertisement

কালাতের জেইউআই প্রধান মহম্মদ আবদুল্লা এবং তাঁর সঙ্গীরা একটি গাড়িতে যাচ্ছিলেন। সেটি ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেয় বিদ্রোহীরা। গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এ বার সেই তালিকায় যুক্ত হল ল্যান্ডমাইন বিস্ফোরণ।

ঘটনাচক্রে, গত মাসের গোড়াতেই অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। ইসলামাবাদের অভিযোগ, ভারতের তৎপরতাতেই একজোট হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক মুখ্য উপদেষ্টা রানা সানাউল্লা সম্প্রতি জানিয়েছিলেন, বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জারি রাখা হবে। তার পরেই ১৫ এপ্রিল থেকে নতুন করে হামলা শুরু করেছেন স্বাধীনতাপন্থী বালোচ যোদ্ধারা।

Advertisement
আরও পড়ুন