Israel Hezbollah Conflict

কবরস্থানের নীচে সুড়ঙ্গ খুঁড়ে বন্দুক, রকেট মজুত হিজ়বু্ল্লার, ভিডিয়ো প্রকাশ্যে আনল ইজ়রায়েলি বাহিনী

প্রায় ১০০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গে থরে থরে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা রয়েছে। সুড়ঙ্গের ভিতরে রয়েছে একাধিক কক্ষ, স্নানাগার, গুদামঘর এবং পানীয় জলের ট্যাঙ্ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৩:৩৭
কবরস্থানের নীচে খোঁড়া সেই সুড়ঙ্গ।

কবরস্থানের নীচে খোঁড়া সেই সুড়ঙ্গ। ছবি: এক্স (সাবেক টুইটার)।

লেবাননে হিজ়বুল্লার খোঁড়া একাধিক গোপন সুড়ঙ্গের সন্ধান পেল ইজ়রায়েলি বাহিনী। রবিবার ইজ়রায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এই সুড়ঙ্গগুলিতে মজুত করে রাখা হত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং রকেট।

Advertisement

রবিবারই ওই ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, একটি কবরস্থানের নীচে খোঁড়া প্রায় ১০০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গে থরে থরে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা রয়েছে। সুড়ঙ্গের ভিতরে রয়েছে একাধিক কক্ষ, স্নানাগার, গুদামঘর এবং পানীয় জলের ট্যাঙ্ক। প্রায় কয়েক সপ্তাহ লুকিয়ে থাকার মতো রসদ রয়েছে ওই সুড়ঙ্গে। এর পরেই আইডিএফের দাবি, গোপন সুড়ঙ্গ খনন করে আগ্নেয়াস্ত্র মজুতের নেপথ্যে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাই।

সেপ্টেম্বরে লেবাননে হামলা শুরুর পর থেকেই একাধিক জায়গায় এই ধরনের গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ইজ়রায়েলি বাহিনী। এর মধ্যে কোনও কোনওটি ২৫ মিটারেরও বেশি দীর্ঘ। অভিযোগ, প্রতিটি সুড়ঙ্গেই রয়েছে নানাবিধ আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে লেবানন এবং ইজ়রায়েলের সংঘর্ষ জারি রয়েছে। আকাশপথের পাশাপাশি স্থলপথে লেবাননে ঢুকেও সামরিক অভিযান চালাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। সম্প্রতি দক্ষিণ লেবাননে হিজ়বুল্লার একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় হিজ়বুল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজ়রায়েল। ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, হিজ়বুল্লা গোষ্ঠীকে খতম না করা পর্যন্ত বিশ্রাম নেবে না ইজ়রায়েলি বাহিনী।

প্রসঙ্গত, ২০২৩ সালে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইজ়রায়েলের। সেই যুদ্ধ এখনও চলছে। প্রথম থেকেই যুদ্ধে হামাসকে সমর্থন জানিয়েছে লেবাননের গোষ্ঠী হিজ়বুল্লা। তাই ইজ়রায়েলও তার জবাব দিয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশে। সেই আবহেই এ বার হিজ়বুল্লার গোপন অস্ত্রভান্ডারের সন্ধান পেল ইজ়রায়েল।

আরও পড়ুন
Advertisement