Israel-Hamas Conflict

ইজ়রায়েলি হানায় হত মুখপাত্র, নেতৃত্বের বিরুদ্ধে প্যালেস্টাইনিদের বিক্ষোভ! গাজ়ায় চাপে হামাস

গাজ়ায় ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনিদের একাংশ রাস্তায় নেমে হামাস বিরোধী বিক্ষোভে শামিল হয়েছেন। নতুন করে ইজ়রায়েলি হামলার জন্য তাঁরা দুষছেন হামাসকেই!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ০৯:১৭
গাজ়ায় প্যালেস্টাইনি বিক্ষোভ।

গাজ়ায় প্যালেস্টাইনি বিক্ষোভ। ছবি: সমাজমাধ্যম থেকে নেওয়া।

বৃহস্পতিবার ভোরে ঝটিকা হানায় স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়াকে খুন করল ইজ়রায়েলি সেনা। তাঁর সঙ্গে আরও আট হামাস নেতা-কর্মী গাজ়ায় ওই হামলায় নিহত হয়েছেন।

Advertisement

যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহ থেকে ইজ়রায়েলি ফৌজ নতুন করে গাজ়ায় হামলা শুরুর পরে সেখানে ১ লক্ষ ৪২ হাজারের বেশি প্যালেস্টাইনি ঘরছাড়া হয়েছেন। এই আবহে গাজ়ায় ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনিদের একাংশ রাস্তায় নেমে হামাস বিরোধী বিক্ষোভে শামিল হয়েছেন। তাঁদের অভিযোগ, পণবন্দি মুক্তি বিষয়ে হামাসের টালবাহানার কারণেই যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসী হয়েছে তেল আভিভ।

বুধবার রাতে কয়েক হাজায় প্যালেস্টাইনি গাজ়ার রাস্তায় জড়ো হয়ে হামাস বিরোধী স্লোগান দেন। হামাসের যোদ্ধাদের সঙ্গে তাঁদের ছোটখাটো সংঘর্ষও হয়। তাৎপর্যপূর্ণ ভাবে, গাজ়ার পাশাপাশি এ বার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কেও অভিযান চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। গাজ়া হামাসের নিয়ন্ত্রণে থাকলেও প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক।

Advertisement
আরও পড়ুন