Mother Killed her Sons

পুত্রকে নিয়ে ডিজ়নিল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন, ফিরে নাবালকের গলা কাটলেন মা!

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নির অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় যদি অভিযুক্ত দোষী প্রমাণিত হন, তবে তাঁর ২৬ বছর পর্যন্ত করাদণ্ড হতে পারে। আবার যাবজ্জীবন সাজাও শোনাতে পারেন বিচারক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৩:৩৬
Indian-origin woman takes son to Disneyland, slits his throat amid custody battle

ধৃত ভারতীয় বংশোদ্ভূত সরিতা রামারাজু। ছবি: সংগৃহীত।

১১ বছরের পুত্রকে নিয়ে ডিজ়নিল্যান্ডে ছুটি কাটাতে যান। ফিরে তাকেই খুন করার অভিযোগ উঠল এক ভারতীয় বংশোদ্ভূত মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সরিতা রামরাজু নামে এক মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক দিন। আদালতের নির্দেশে তাঁদের এক মাত্র পুত্রের দেখভালের দায়িত্ব পেয়েছেন বাবা। তবে মাসে মাসে মায়ের কাছে এসেও সময় কাটাত ওই নাবালক। দিন কয়েক আগে ছেলেকে নিয়ে ডিজ়নিল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন সরিতা। তিন দিন ছুটি কাটিয়ে একটি মোটেলে ওঠেন। অভিযোগ, সেখানেই নিজের পুত্রের গলা কেটে খুন করেন। গত ১৯ মার্চ বাবার কাছে পুত্রকে পাঠানোর কথা ছিল সরিতার। কিন্তু সেই দিন সকালে পুলিশে ফোন করে পুত্রকে খুন করার কথা জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ওই মোটেলে পৌঁছে দেখে, ঘরের বিছানায় পড়ে রয়েছে নাবালকের দেহ। গলা কাটা। পুলিশ এই ঘটনায় সরিতাকে গ্রেফতার করেছে। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নির অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় যদি অভিযুক্ত দোষী প্রমাণিত হন, তবে তাঁর ২৬ বছর পর্যন্ত করাদণ্ড হতে পারে। আবার যাবজ্জীবন সাজাও শোনাতে পারেন বিচারক।

বিভিন্ন প্রতিবেদনে দাবি, প্রকাশ রাজুর সঙ্গে ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ হয় সরিতার। কিন্তু পুত্র কার কাছে থাকবে সেই নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘ দিন আইনি লড়াই চলে। সরিতা চেয়েছিলেন পুত্রকে পুরোপুরি নিজের কাছে রাখতে। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। সেই রাগেই পুত্রকে খুন করে থাকতে পারেন বলে অনুমান তদন্তকারীদের।

Advertisement
আরও পড়ুন