প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
নয়াদিল্লি, ২৮ মার্চ: টালবাহানা ছিল গত কয়েক দিন ধরেই। অবশেষে আজ সরকারি ভাবে জানানো হয় যে, আগামী ৩০ মার্চ নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতেরও। বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনার আবহে দুই শীর্ষ নেতার বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওই নাগপুরের অনুষ্ঠান শেষে ছত্তীসগঢ়ের বিলাসপুরেও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে
যাবেন প্রধানমন্ত্রী।
আজ সরকারি সূত্রে বলা হয়েছে, ৩০ মার্চ সকাল ন’টায় প্রধানমন্ত্রী নাগপুরের রেশমিবাগে স্মৃতি মন্দির দর্শনে যাবেন এবং শ্রদ্ধা জানাবেন। আরএসএসের প্রতিপদ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আরএসএসের ওই অনুষ্ঠানে এই প্রথম পদে থাকা অবস্থায় কোনও প্রধানমন্ত্রী অংশ নিতে চলেছেন। সেই অনুষ্ঠানে থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতও। লোকসভা নির্বাচনের পরে
এই প্রথম সাক্ষাৎ হতে চলেছে দুই নেতার।
জে পি নড্ডার পরে বিজেপি সভাপতি কে হবেন, তা নিয়ে দুই শিবিরের মতানৈক্য এখনও জারি রয়েছে। নরেন্দ্র মোদী-অমিত শাহেরা চাইছেন, জে পি নড্ডার মতো কোনও ব্যক্তিকে ওই পদে বসাতে, যাতে দল বা সরকারের কাজ নিয়ে নতুন সভাপতি কোনও প্রশ্ন না তোলেন। অন্য দিকে, আরএসএস সাংগঠনিক ভাবে দক্ষ এবং প্রয়োজেন দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন, এমন কোনও ব্যক্তিকে ওই পদে দেখতে আগ্রহী। কিন্তু এ নিয়ে মতৈক্য না হওয়ায় নড্ডার মেয়াদ শেষ হওয়ার পরে দশ মাস কেটে গেলেও, তাঁর উত্তরসূরি বেছে নেওয়া সম্ভব হয়নি। আগামী রবিবার নরেন্দ্র মোদী ও ভাগবতের বৈঠকে সভাপতি প্রশ্নে রফাসূত্র বেরিয়ে আসে কি না, সেটাই এখন দেখার।