Pirates of Somalia

সোমালিয়ার উপকূলে ফের ছিনতাই পণ্যবাহী জাহাজ, খবর পেয়েই উদ্ধারে তৎপর ভারতীয় নৌসেনা

এমভি রুয়েন নামে মাল্টার ওই পণ্যবাহী জাহাজটিতে ক্যাপ্টেন-সহ ১৮ জন নাবিক রয়েছেন। অপহরণের পরে জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার তটের দিকে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:২৮
সোমালিয়া উপকূলে অপহৃত জলযান।

সোমালিয়া উপকূলে অপহৃত জলযান। ছবি: টুইটার থেকে নেওয়া।

আফ্রিকার উপকূলের কাছে ফের অপহৃত পণ্যবাহী জাহাজ। সোমালিয়ার জলদস্যুরাই ইউরোপের দেশ মাল্টার ওই পণ্যবাহী জাহাজটি ছিনতাই করেছে বলে অনুমান। এডেন উপসাগরে মোতায়েন ভারতীয় নৌসেনার একটি টহলদার জাহাজ আরব সাগরের ঘটনাস্থলে পৌঁছে অপহৃত পণ্যবাহী জাহাজটিকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে সরকারি সূত্রের খবর। অপহৃত জাহাজটির উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনার একটি বিমানও।

Advertisement

এমভি রুয়েন নামে মাল্টার ওই পণ্যবাহী জাহাজটিতে ক্যাপ্টেন-সহ ১৮ জন নাবিক রয়েছেন। অপহরণের পরে জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার তটের দিকে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। এক সময় সোমালিয়ার জলদস্যুদের আতঙ্কে সিঁটিয়ে থাকতেন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের কারবারিরা। মূলত জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করে তারা। মাঝের কয়েক বছর উপদ্রব কিছুটা কমলেও গত কয়েক মাসে ফের জলদস্যুদের তৎপরতা নজরে এসেছে।

ভারতীয় নৌবাহিনীর তরফে শনিবার জানানো হয়েছে, শুক্রবার খবর পেয়ে অপহৃত জাহাজটির কাছে পৌঁছে গিয়েছে নৌসেনার জলযান। প্রসঙ্গত, ২০১১ সাল ছিল আফ্রিকা উপকূলে সমুদ্র বাণিজ্যের সব চেয়ে অভিশপ্ত বছর। সে বছর মোট ২৩৭টি জাহাজ আক্রমণ করেছিল সশস্ত্র সোমালি জলদস্যুরা। তার পর থেকে এডেন উপসাগর জুড়ে আন্তর্জাতিক সেনা তৎপরতা বাড়ে। কোণঠাসা হয়ে পড়ে জলদস্যুরা।

Advertisement
আরও পড়ুন