প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ছবি: সংগৃহীত।
যুদ্ধের ৪৬তম দিনে ‘শান্তির বার্তা’ দিল হামাস। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মঙ্গলবার দাবি করেছেন, গাজ়ায় যুদ্ধবিরতি নিয়ে ইজ়রায়েল সরকারের সঙ্গে তাঁদের আলোচনা ইতিবাচক পরিণতির কাছে পৌঁছে গিয়েছে।
রয়টার্সকে মঙ্গলবার হানিয়া বলেন, ‘‘আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছেই রয়েছি।’’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমও মঙ্গলবার গাজ়া ভূখণ্ডে দু’তরফের সম্ভাব্য সংঘর্ষবিরতি চুক্তির ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবিও বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, ‘‘আমাদের বিশ্বাস, আমরা কাছাকাছি আসছি।’’
পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরায় প্রকাশিত খবরের ইঙ্গিত, কাতারের মধ্যস্থতাতেই দু’পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হতে চলেছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পরেই আটক শতাধিক ইজ়রায়েলি সামরিক এবং অসামরিক নাগরিকের মুক্তির জন্য কাতার সরকার ‘সমান্তরাল কূটনৈতিক তৎপরতা’ শুরু করেছিল।
হামাসের তরফে পণবন্দিদের মুক্তির বিনিময়ে গাজ়ায় ইজ়রায়েলি হামলা বন্ধের শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা খারিজ করে দিয়েছিলেন। এখনও পর্যন্ত গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলায় প্রায় ১৪ হাজার সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে পাঁচহাজার শিশু। শেষ পর্যন্ত আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার চাপের মুখে ইজ়রায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।