Fire

Fire in Bangladesh: চট্টগ্রাম অগ্নিকাণ্ডের মধ্যেই বাংলাদেশে আবার আগুন, আতঙ্ক ছড়াল পাবনায়

সন্ধ্যা সাাড়ে সাতটা নাগাদ পাবনার বেড়া উপজেলার একটি পাটকাঠির মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকেই এই আগুন বলে অনুমান।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ০০:২৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের আগুন পুরোপুরি নিভতে না নিভতেই ফের আগুন লাগল বাংলাদেশে। এ বার একটি পাটকাঠি মিলে। তবে আগুনের ভয়াবহতা চট্টগ্রামের সীতাকুণ্ডের মতো না হলেও, কার্যত ভস্মীভতূ হয়ে গিয়েছে মিলটি। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই পাটকাঠির মিলে আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর নেই।

ওই পাটকাঠির মিলটিতে শোলা পুড়িয়ে তার ছাই চিনে রপ্তানি করা হয়ে থাকে। স্থানীয় বেড়া থানার পুলিশ আধিকারিক অরবিন্দ সরকার জানিয়েছেন, শর্টসার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক ভাবে তাঁরা মনে করছেন।

Advertisement

আগুনে কেউ হতাহত না হলেও প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন।

আরও পড়ুন:
আরও পড়ুন:
Advertisement
আরও পড়ুন