আল জাজ়িরার গাজ়া ব্যুরোর প্রধান দাহদৌ। ছবি: টুইটার থেকে নেওয়া।
রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লার পরে এ বার আল জাজ়িরার ওয়ায়েল আল-দাহদৌয়ের পরিবার। আবার পশ্চিম এশিয়ায় ইজ়রায়েলি সেনার হামলার নিশানায় সংবাদমাধ্যম। আল জাজ়িরার গাজ়া ব্যুরোর প্রধান দাহদৌয়ের স্ত্রী, পুত্র এবং কন্যা ইজ়রায়েলি বিমানহানার শিকার হয়েছেন বৃহস্পতিবার।
আল জাজ়িরার প্রকাশিত খবরে জানানো হয়েছে, ইজ়রায়েলি বিমানহানার সময় মধ্য গাজ়ার নুসেরত ক্যাম্প এলাকার দাহদৌয়ের বাড়িতে ছিলেন তাঁর পরিবারের সদস্যেরা। বিমান থেকে ছোড়া ‘এয়ার টু সারফেস’ ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়িটি ধ্বংস হয়ে যায়। নিহত হন দাহদৌয়ের স্ত্রী এবং দুই সন্তান।
Ramallah |
— Younis Tirawi | يونس (@ytirawi) October 25, 2023
Journalist Mohammed Farra in Ramallah received the awful news that his wife and children were all killed in an Israeli airstrike in Khan Younes, South Gaza pic.twitter.com/w4Mw68EyPY
পুরোপুরি অসামরিক ঘনবসতিপূর্ণ ওই এলাকায় ইজ়রায়েলি ওই বিমানহানায় আরও বহু সাধারণ প্যালেস্তিনীয় নাগরিক হতাহত হয়েছেন বলে অভিযোগ। যদিও এ বিষয়ে ইজ়রায়েল সেনা বা সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরর সরকার কোনও প্রতিক্রিয়া জানায়নি।
হামলার সময় দাহদৌ বাড়িতে ছিলেন না। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, পরিবারের পরিণতির কথা শুনে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। প্রসঙ্গত, এর আগে গত ১৪ অক্টোবর ইজ়রায়েল-লেবানন সীমান্তে আলমা আল-শাব শহরে ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক ইসাম। লাইভ সম্প্রচারের সময়ই ওই হামলায় আরও কয়েক জন সাংবাদিক আহত হয়েছিলেন। সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার ডেরায় তেল আভিভের অভিযানের সময়ই ওই ঘটনা ঘটেছিল।