ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র ।
দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আশা, অভিযুক্তদের তাঁরা অচিরেই জেল থেকে বেরিয়ে আসবেন।
আজ ওভাল অফিসে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সাক্ষাৎকার পর্বে এই বিষয়টি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। ক্যাপিটল হামলায় সমস্ত অভিযুক্ত এবং নিজেকে ট্রাম্প ক্ষমা করবেন কি না, জানতে চাওয়া হয়।
২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পরে ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। প্রায় ১৫০০ জনকে গ্রেফতার করা হয়। ওই হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্পও। আজকের প্রশ্নোত্তর পর্বে সেই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘নিজেকে ক্ষমা করে দেওয়ার একটা সুযোগ এসেছে। কিন্তু আমি ক্ষমা করব না। আমি ক্ষমা করার কেউ নই। আমরা কোনও ভুল করিনি। তাই ক্ষমার প্রশ্ন উঠছে না।’’ অভিযুক্তদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা, কর্তব্যরত পুলিশকে আক্রমণ ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ রয়েছে। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে ট্রাম্প বলে, সেগুলি খুবই তুচ্ছ ঘটনা। একই সঙ্গে তিনি বলেন, যাঁদের ক্ষমা করা হচ্ছে, তাঁরা অধিকাংশই নির্দোষ। জেলের মধ্যে খুবই কষ্টে রয়েছেন। শুধু তাই নয়, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট অভিযুক্তদের ক্ষমা করেননি বা রেহাই দেননি বলে তাঁকেও একহাত নেন ট্রাম্প।