গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চার ঘণ্টা অতিক্রান্ত। আমেরিকার ‘সুইং স্টেট’গুলির গণনা চলছে। ফলের প্রাথমিক প্রবণতা বলছে, ‘সুইং স্টেট’গুলিতেও বাজিমাত করতে চলেছেন রিপাবলিকান প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সাত প্রদেশের মধ্যে ছ’টিতেই ডেমোক্র্যাটের কমলা হ্যারিসকে পিছনে ফেলে এগিয়ে আছেন তিনিই। তার মধ্যে আবার নর্থ ক্যারোলাইনাতে জর্জিয়াতে ইতিমধ্যেই ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে।
আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফল নিয়ে কৌতূহলী বিশ্ব। সেই সাত প্রদেশ হল পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজ়োনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা। ‘উইনার টেকস ইট অল’ নীতির কারণে এই সাতটি প্রদেশের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে চলেছে। এই সাত প্রদেশের মধ্যে নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াতে জয় পেয়েছেন ট্রাম্প। বাকি পাঁচ প্রদেশের মধ্যে নেভাডা বাদে বাকি চারটিতেই এগিয়ে রিপাবলিকান প্রার্থী। নেভাডাতে এখনও গণনা শুরু হয়নি।
ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত আমেরিকার ফলাফল অনুযায়ী, ট্রাম্প এগিয়ে রয়েছেন ২৩০ আসনে। প্রাথমিক প্রবণতা বলছে, সেই তুলনায় কমলা কিছুটা পিছিয়ে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২১০ আসনে এগিয়ে। গণনার শেষবেলায় ‘সুইং স্টেট’গুলির ফলাফলই ভোটের ফল ঘোরাতে পারে। উল্লেখ্য, আমেরিকায় সাধারণ ভাবে কিছু প্রদেশ সচরাচর ডেমোক্র্যাটদের, কিছু রিপাবলিকানদের সমর্থন করে। কয়েকটি প্রদেশের ক্ষেত্রে এ ধরনের ধরাবাঁধা হিসাব চলে না। তারা কখনও ডেমোক্র্যাট, কখনও রিপাবলিকানদের বেছে নেয়। এগুলিই ‘সুইং স্টেট’ হিসাবে পরিচিত।