Donald Trump

ইয়েমেনে মার্কিন হামলার ছক ‘ফাঁস’! প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা উপদেষ্টার দিকেই ‘দায়’ ঠেললেন ট্রাম্প

ইয়েমেনে মার্কিন হামলার ছক সমাজমাধ্যমে ‘ফাঁস’ হয়ে যাওয়া নিয়ে সরগরম আমেরিকায়। এই আবহে সে দেশের প্রতিরক্ষা সচিবের ইস্তফা দাবি করেছে বিরোধীরা, সেই সময় তাঁর পাশে দাঁড়ালেন ট্রাম্প।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১০:০৩
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র

ইয়েমেনে মার্কিন হামলার ছক সমাজমাধ্যমে ‘ফাঁস’ হয়ে যাওয়া নিয়ে সরগরম আমেরিকা। এই আবহে সে দেশের প্রতিরক্ষা সচিবের ইস্তফা দাবি করেছে বিরোধীরা, সেই সময় তাঁর পাশে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নাম করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উনি খুব ভাল কাজ করছেন। উনি এই বিষয়ে (তথ্য ফাঁস) কিছুই করেননি।”

Advertisement

শুধু নিজের প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়ানোই নয়, পরোক্ষে এই ঘটনায় দায় তিনি ঠেলেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ়ের দিকেই। তাঁর কথায়, “ওয়াল্টজ় এর দায় নিয়েছেন।”

জনপ্রিয় সমাজমাধ্যমের একটি গোপন গ্রুপে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ইয়েমেন হামলার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। হঠাৎ ভুল করে সেই গ্রুপচ্যাটে মার্কিন সাংবাদিক তথা ‘দ্য আটলান্টিক’-এর সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করেন ওয়াল্টজ়! আর তাতেই ফাঁস হয়ে যায় ইয়েমেনে মার্কিন হামলার পরিকল্পনা! সম্প্রতি এমনটাই দাবি করেন ওই সাংবাদিক।

গোল্ডবার্গ এ-ও দাবি করেন যে, গত ১৩ মার্চ আমেরিকার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি গোপন গ্রুপে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। গ্রুপটির নাম ছিল ‘হুথি পিসি স্মল গ্রুপ’। ১৫ মার্চ ইয়েমেনে হামলা চালায় আমেরিকা। তার আগেই সেই অভিযানের পরিকল্পনা প্রকাশ্যে এসেছে বলে দাবি।

হোয়াইট হাউসের তরফে আগেই জানানো হয়েছিল, কোনও গোপন তথ্য ফাঁস হয়নি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা জানান ট্রাম্পও। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ওই সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। মার্কিন প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের মধ্যে কেবল বিদেশসচিব মার্কো রুবিও বিষয়টিকে ‘বড় ভুল’ বলে স্বীকার করেন।

Advertisement
আরও পড়ুন