গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করেই বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেওয়া নিয়ন্ত্রণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এ বার নিশানা করলেন রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনাকে!
হোয়াইট হাউসের বাজেট অফিস বুধবার বিভিন্ন দেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে আর্থিক অনুদান বন্ধ করার প্রস্তাব দিয়েছে। বাজেট অফিসের অভ্যন্তরীণ পরিকল্পনা নথির সূত্রের উল্লেখ করে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কালে মালি, লেবানন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর মতো দেশে রাষ্ট্রপুঞ্জের বাহিনী পাঠিয়ে শান্তি ফেরানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই এ ধরনের পদক্ষেপে আর্থিক অনুদান বন্ধের সুপারিশ করেছে হোয়াইট হাউসের বাজেট অফিস।
প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের নিয়মিত মূল বাজেট ৩৭০ কোটি মার্কিন ডলার (প্রায় ৩২ হাজার কোটি টাকা)। এই অর্থের ২২ শতাংশ দেয় আমেরিকা। আর শান্তিসেনার বার্ষিক খরচ ৫৬০ কোটি ডলারের (প্রায় ৪৮ হাজার কোটি টাকা) ২৭ শতাংশ দেয় ওয়াশিংটন। দু’টি ক্ষেত্রেই আমেরিকা শীর্ষে। দ্বিতীয় স্থানে চিন। মার্কিন অনুদান বন্ধ হয়ে গেলে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের কার্যকলাপে তার গুরুতর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে দেওয়া আর্থিক অনুদানেও রাশ টেনেছে ট্রাম্প সরকার।