মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।
আগামী মাসের গোড়ায় বিমস্টেক সম্মেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পার্শ্ববৈঠকের আবেদন জানিয়েছে ঢাকা। সেই বৈঠক হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি নয়াদিল্লি। কিন্তু কূটনৈতিক সূত্রের খবর, তার আগেই মার্চের শেষে চিন সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন ইউনূস। তাঁর বৈঠকের মূল লক্ষ্য, বেজিংয়ের কাছ থেকে প্রধানত স্বাস্থ্যক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগ টানা।
সূত্রের খবর, এ ব্যাপারে ইতিমধ্যেই যথেষ্ট ইতিবাচক বার্তা বাংলাদেশকে দিচ্ছে চিন। দক্ষিণ-পশ্চিম চিনের কুনমিং শহরে চারটি হাসপাতালকে শুধু মাত্র বাংলাদেশি রুগিদের জন্য চিহ্নিত করেছে বেজিং। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে নিজেদের ভূরৌজনৈতিক প্রভাব বাড়াতে সক্রিয় চিন বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এমনটাও জানা যাচ্ছে, বাংলাদেশে এই ক্ষেত্রে বড় মাপের বিনিয়োগ করতে রাজি শি জিনপিং সরকার। বাংলাদেশে জমানা পরিবর্তন এবং পরবর্তী হিংসার ঘটনার পরে বাংলাদেশিদের ভিসা দেওয়া খুবই কমিয়ে দিয়েছে ভারত। সে দেশের রুগিদের প্রিয় গন্তব্য ছিল কলকাতা। সেখানে গিয়ে চিকিৎসা করাটা ভাষার কারণেই ছিল তাঁদের কাছে সুবিধাজনক। কিন্তু এখন তা কার্যত বন্ধ। সেই শূন্যস্থানে ঝাঁপিয়ে পড়তে চাইছে চিন, এমনটাই মনে করা হচ্ছে।