Jair Bolsonaro

অক্সফোর্ডের টিকা দ্রুত ব্রাজিলে পাঠাতে মোদীকে আর্জি প্রেসিডেন্ট বোলসোনারোর

কোভিডের টিকাকরণ শুরু করা নিয়ে ব্রাজিলের অন্দরেই চাপ বাড়ছে বোলসোনারোর উপর। সমালোচকদের দাবি, আশপাশের দেশের তুলনায় টিকাকরণ সম্পর্কিত যাবতীয় কর্মসূচিতে অনেকটাই পিছিয়ে রয়েছে ব্রাজিল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১১:৩৮
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ডোজ দ্রুত ব্রাজিলে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এই মর্মে আর্জি জানিয়ে মোদীকে চিঠি লিখেছেন ব্রাজিলীয় প্রেসি়ডেন্ট। শুক্রবার ওই চিঠিটি প্রকাশ করেছে ব্রাজিলের প্রেস অফিস।

কোভিডের টিকাকরণ শুরু করা নিয়ে ব্রাজিলের অন্দরেই চাপ বাড়ছে বোলসোনারোর উপর। সমালোচকদের দাবি, আশপাশের দেশের তুলনায় টিকাকরণ সম্পর্কিত যাবতীয় কর্মসূচিতে অনেকটাই পিছিয়ে রয়েছে ব্রাজিল। এ নিয়ে বোলসোনারো কতটা সক্রিয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এই আবহে মোদীর উদ্দেশে বোলসোনারো লিখেছেন, ‘জাতীয় টিকাকরণ কর্মসূচি অবিলম্বে কার্যকর করতে জরুরি ভিত্তিতে ব্রাজিলে ২০ লক্ষ টিকার ডোজ সরবরাহ করলে ভাল হয়। তবে এ নিয়ে ভারতের টিকাকরণ কর্মসূচি যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয়, তা দেখাটাও জরুরি’।

Advertisement

ব্রাজিলের প্রেসিডেন্টের মতোই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা ‘কোভিশিল্ড’-এর অপেক্ষায় রয়েছে সে দেশের ফিয়োক্রুজ বায়োমেডিক্যাল সেন্টার। ব্রাজিলে ওই টিকার উৎপাদন সম্পূর্ণ করতে বেশ কিছু উপাদান প্রয়োজন। তবে শনিবারের মধ্যে ওই উপাদানগুলি হাতে আসার কথা থাকলেও তা তাদের কাছে পৌঁছয়নি বলে জানিয়েছে ফিয়োক্রুজ। সম্ভবত, ওই উপাদানগুলি চলতি মাসের শেষে পাওয়া যাবে বলে জানিয়েছে ওই সংস্থা। সূত্রের খবর, চিনের থেকে রফতানি সংক্রান্ত লাইসেন্স না পাওয়ায় ওই উপাদানগুলি ব্রাজিলে পাঠানো যাচ্ছে না। এই আবহে ভারতের কাছ থেকে ২০ লক্ষ টিকার ডোজের আর্জি জানিয়েছে ব্রাজিল। চলতি মাসের মাঝামাঝি তা বোলসোনারোর দেশে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। জরুরি ভিত্তিতে ওই টিকার ডোজ প্রয়োগের জন্য ছাড়পত্রের আবেদন করেছে ফিয়োক্রুজ।

আরও পড়ুন: ‘ভারসাম্যহীন’ ট্রাম্পের হাত থেকে এ বার পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ সরানোর দাবি

আরও পড়ুন: অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার, ‘মুখ বন্ধের চেষ্টা’র অভিযোগ ট্রাম্পের

Advertisement
আরও পড়ুন