Mount Everest

China: এভারেস্টের চূড়ায় পৃথিবীর সর্বোচ্চ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বানাল চিন

চিনা আবহবিদ ও অভিযাত্রীদের নিয়ে গঠিত পাঁচটি দল এভারেস্ট শীর্ষের অদূরে ৮,৮৩০ মিটার উচ্চতায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপন করে।

Advertisement
সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৯:০০
এভারেস্টে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বানাল চিন।

এভারেস্টে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বানাল চিন। ছবি: সংগৃহীত।

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বানাল চিন। সে দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ৪৬-এ বৈজ্ঞানিক অভিযাত্রী দলের সদস্যরা মাউন্ট এভারেস্টে সফল ভাবে বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন।

চিনা সংবাদমাধ্যম জানিয়েছে, আবহবিদ ও অভিযাত্রীদের নিয়ে গঠিত পাঁচটি দল সম্মিলিত ভাবে ৮,৮৪৮ মিটার উঁচু এভারেস্ট শীর্ষের অদূরে ৮,৮৩০ মিটার উচ্চতায় ওই স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপন করেছে। ৫,২০০ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্টের নর্থ ফেস বেস ক্যাম্প থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও পরিচালনা করেন চিনা আবহবিজ্ঞান দফতরের আধিকারিকেরা।

Advertisement

পুরো অভিযানে ১৬টি দলের মোট ২৭০ জন বৈজ্ঞানিক ও অভিযাত্রী অংশ নিয়েছিলেন। শীর্ষে পৌঁছনো মূল দলে ছিলেন ১২ জন। প্রসঙ্গত, এভারেস্টের দক্ষিণ ঢাল রয়েছে নেপালের দিকে, উত্তর ঢাল রয়েছে চিন অধিকৃত তিব্বতের দিকে।

আরও পড়ুন
Advertisement