Mishap

মায়ের ভুলে ৯ ঘণ্টা গাড়ির মধ্যে পড়ে রইল এক বছরের শিশু, মৃত্যু হল তার

আমেরিকার পুয়ালাপের ঘটনা। পুলিশ জানিয়েছে, গরমে বদ্ধ গাড়ির ভিতরের তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে ফেলেছিল। ৯ ঘণ্টা ধরে ওই বদ্ধ গাড়ির গরমে থেকেই মৃত্যু হয়েছে শিশুটির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৮:৫১
child

শিশুটির বয়স ১ বছর। প্রতীকী ছবি।

এক বছরের শিশুকে ভুল করে গাড়ির ভিতরে ফেলে রেখে অফিসে চলে গিয়েছিলেন মা। ৯ ঘণ্টা তাঁর মনেই পড়েনি সন্তানের কথা। কাজ শেষে গাড়ির দরজা খুলতেই ধাক্কা খেলেন। শিশুটি তখনও গাড়ির পিছনের সিটে শুয়েছিল। কিন্তু তত ক্ষণে নিথর হয়ে গিয়েছে শরীর।

আমেরিকার পুয়ালাপের ঘটনা। পুলিশ জানিয়েছে, গরমে বদ্ধ গাড়ির ভিতরের তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে ফেলেছিল। ৯ ঘণ্টা ধরে ওই বদ্ধ গাড়ির গরমে থেকেই মৃত্যু হয়েছে শিশুটির।

Advertisement

মৃত শিশুটির বয়স ১ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে ভুলে গাড়িতেই রেখে কর্মক্ষেত্রে চলে গিয়েছিলেন যিনি, তিনি তার জন্মদাত্রী মা নন। শিশুটির পালক-মা তিনি। পুয়ালাপের গুড সামারিটান হাসপাতালে ওই মহিলা অস্থায়ী কর্মী। শিশুটিকে সঙ্গে নিয়ে হাসপাতালেই কাজ করতে এসেছিলেন তিনি। কিন্তু ভুলে সন্তানকে গাড়িতে ফেলে রেখেই কাজে চলে যান।

ফিরে এসে শিশুটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওই মহিলা। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement