Bangladesh Unrest

‘ভোটে লড়তে নামলে তো তিনটে আসনেও জিতবে না’! নাম না করে ইউনূস, নাহিদদের খোঁচা বিএনপির

জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি যখন ক্রমশ ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে তখনই জামায়াতে ইসলামি এবং এনসিপি অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৪:২১
BNP wants early vote in Bangladesh, slams interim government led by Muhammad Yunus

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নাম না করে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশকে নিয়ে নবগঠিত দল এনসিপিকে নিশানা করল বিএনপি। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির সদস্য ফজলুর রহমান বললেন, ‘‘জাতীয় সংসদের নির্বাচনে লড়লে যাঁরা তিনটে আসনে জিততে পারবেন না, তাঁরা এমন ক্ষমতা প্রদর্শন করছেন, যেন ৩০০ আসনে জিতেছেন।’’

Advertisement

সরাসরি কারও নাম না করলেও খালেদার রাজনৈতিক উপদেষ্টা ফজলুরের নিশানায় অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং নাহিদ ইসলাম, সার্জিস আলমের মতো এনসিপি নেতারা বলেই মনে করা হচ্ছে। জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন ঘিরে টানাপড়েনের আবহে বিএনপি নেতা ফজলুর বৃহস্পতিবার আর এক রাজনৈতিক দল জামায়াতে ইসলামিকেও ‘স্বাধীনতা বিরোধী’ বলে চিহ্নিত করেন।

গত ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে ইউনূস জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। তার পরেই নতুন করে সংঘাতের পারদ চড়েছে। বিএনপির অন্যতম মুখপাত্র তথা সর্বোচ্চ নীতিনির্ধারণ কমিটির সদস্য আবদুল মঈন খান গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘চলতি বছরের মধ্যেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার চায় বিএনপি।’’ এর পরেই তাঁর হুঁশিয়ারি, ‘‘ঠিক সময়ে নির্বাচন না হলে জনগণের মধ্যে জোরালো অসন্তোষ দেখা দেবে। যার পরিণতিতে দেশে অস্থিরতা তৈরি হতে পারে।’’

বস্তুত ভোট নিয়ে গত বছর থেকেই শুরু হয়েছে টানাপড়েন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ডিসেম্বরে ইউনূস সরকারকে বিঁধে বলেছিলেন, ‘‘৫ অগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে।’’ এর পরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইচ্ছাকৃত টালবাহানার অভিযোগ তুলেছিলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে।

একই অভিযোগ তুলেছিলেন খালেদার পুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানও। তাৎপর্যপূর্ণ ভাবে দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি যখন ক্রমশ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে, তখনই জামায়াতে ইসলামি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশকে নিয়ে নবগঠিত দল এনসিপির নেতৃত্ব চাইছেন এ ক্ষেত্রে ইউনূসকে ‘প্রয়োজনীয় সময়’ দিতে। যা ঘিরে ইতিমধ্যেই সংঘাতের আবহ তৈরি হয়েছে বাংলাদেশে।

Advertisement
আরও পড়ুন