সাপের জলপান। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।
সাপের জল খাওয়ার দৃশ্য অনেকেই দেখেছেন। নেটমাধ্যমে মাঝেমধ্যেই সে রকম ছবি বা ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। তেমনই এক ভিডিয়ো এ বার ভাইরাল হয়েছে। সাপের কথা শুনলেই আমরা বেশির ভাগ মানুষ যেখানে আঁতকে উঠি, সেখানে দেখা গেল এক ব্যক্তি নির্ভয়ে কুচকুচে কালো একটি গোখরোকে কাচের গ্লাসে জল পান করাচ্ছেন।
জানা গিয়েছে, সাপটি ব্ল্যাক নেক স্পিটিং কোবরা। বিশ্বের মধ্যে অন্যতম বিষধর সাপ। কিন্তু সেই সাপকে হাতে করে জল পান করানোর জন্য কলজে থাকা চাই। ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে জলভর্তি কাচের গ্লাস ধরে আছেন। ধীরে ধীরে গ্লাসের কাছে গোখরোটি এগিয়ে এসে মুখ ডুবিয়ে জল পান করতে শুরু করল। দেখে মনে হবে যেন সাপটিকে পোষ মানানো হয়েছে।
রয়্যালপাইথনস নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো শেয়ার হয়েছে। এক জন রসিকতা করে লিখেছেন, ‘এত দিন শুনেছি সাপ জল খায় না। এ তো দেখছি দিব্যি জল খাচ্ছে!’