ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। — ফাইল চিত্র।
গাজ়ায় সংঘটিত ‘গণহত্যা’য় জড়িত থাকার অভিযোগে এ বার ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বৃহস্পতিবার জারি হওয়া ওই পরোয়ানায় নেতানিয়াহু ছাড়াও নাম রয়েছে ইজ়রায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি ওরফে মোহাম্মদ দেইফের।
চলতি বছরের মে মাসেও নেতানিয়াহুর গ্রেফতারির দাবি তুলেছিল আইসিসি। গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সেনা সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের নির্বিচারে খুন করছে বলে অভিযোগ জানানো হয়েছিল নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির দফতরে। সাধারণ নাগরিকদের নির্বিচারে ‘হত্যা’র এই ঘটনার মূল চক্রান্তকারী হিসাবে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে গ্রেফতারির দাবি জানানো হয়েছিল ওই আবেদনে। সেই আবেদন খতিয়ে দেখেই এ বার নেতানিয়াহু-সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসি। উল্লেখ্য, ইজ়রায়েলের একটি অসমর্থিত সূত্রের দাবি, ইজ়রায়েলি বাহিনীর হানায় ইতিমধ্যেই নিহত হয়েছেন হামাস-নেতা দেইফ। তা সত্ত্বেও পরোয়ানায় তাঁর নাম রয়েছে। আপাতত দেশের বাইরে ভ্রমণ করতে গেলেই গ্রেফতারির ঝুঁকি থাকতে পারে ওই তিন জনের।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে হামাসের হামলাকে কেন্দ্র করে ফের মাথা চাড়া দিয়ে ওঠে ইজ়রায়েল-হামাস সংঘর্ষ। এর প্রতিক্রিয়ায় লাগাতার হামলা শুরু করে তেল আভিভ। দু’মুখো আক্রমণে গাজ়ায় প্রাণ হারান হাজার হাজার নিরপরাধ সাধারণ মানুষ। এর পরেই সরব হন আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ সংক্রান্ত কৌঁসুলি করিম খান। এই প্রাণহানির জন্য নেতানিয়াহু এবং সিনওয়ারকে দায়ী করে অবিলম্বে তাঁদের গ্রেফতারির দাবি জানান করিম।