King Charles III

‘যা আমাদের থেকে চুরি করেছেন, ফিরিয়ে দিন’! অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ‘হেনস্থা’ রাজা চার্লসকে

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়ে ‘নিগ্রহের শিকার’ হতে হল রাজা চার্লসকে। তাঁকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দিলেন অস্ট্রেলিয়ার এক আইনপ্রণেতা। ৭৫ বছর বয়সি চার্লসকে শুনতে হল, “আমাদের জমি ফিরিয়ে দিন। আমাদের থেকে যা চুরি করেছেন, তা ফিরিয়ে দিন।”

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৫:৫৩
Australia Senator allegedly heckles King Charles at parliament

ব্রিটেনের রাজা চার্লস। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়ে ‘নিগ্রহের শিকার’ হতে হল রাজা চার্লসকে। তাঁকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দিলেন অস্ট্রেলিয়ার এক আইনপ্রণেতা। ৭৫ বছর বয়সি চার্লসকে শুনতে হল, “আমাদের জমি ফিরিয়ে দিন। আমাদের থেকে যা চুরি করেছেন, তা ফিরিয়ে দিন।”

Advertisement

ক্যানসার আক্রান্ত চার্লস এখন অনেকটাই সুস্থ। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে যান। সোমবার সে দেশের পার্লামেন্টে যান তিনি। সেই সময়েই তাঁকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দেন পার্লামেন্টের নির্দল সদস্য লিডিয়া থর্প। চার্লস পার্লামেন্ট কক্ষে পৌঁছনোর পরেই চিৎকার করে লিডিয়া বলতে থাকেন, “এটা আমাদের জমি। যা আমাদের থেকে চুরি করেছেন, ফিরিয়ে দিন।”

প্রসঙ্গত, ১০০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া ব্রিটিশদের উপনিবেশ ছিল। ১৯০১ সালে অস্ট্রেলিয়া স্বাধীন হয়। যদিও খাতায়কলমে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ প্রধান ব্রিটেনের রাজা। ঔপনিবেশিক আমলে অস্ট্রেলিয়ায় বহু স্থানীয় অস্ট্রেলিয়কে হত্যার অভিযোগ উঠেছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। অনেককে বাস্তুচ্যুতও হতে হয়।

থর্প অস্ট্রেলিয়ারই ভূমিকন্যা। কঠোর রাজতন্ত্র-বিরোধী অবস্থানের জন্য পরিচিত তিনি। এর আগেও উপনিবেশ বিরোধী অবস্থানের জন্য প্রচারের আলোয় এসেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন