Forest Fire

পুড়ল লক্ষ স্বরলিপি, স্কুল আর গির্জাও

লস অ্যাঞ্জেলেসের পালিসেডসের সুরকারের ২ হাজার বর্গফুটের পারিবারিক বাড়িটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। গানের দুনিয়ায় এ এক বিরাট ক্ষতি বলে মনে করছেন সঙ্গীতজ্ঞেরা।

Advertisement
সংবাদ সংস্থা
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৭:৫৬
দাবানলে ভস্মীভূত হয়েছে পালিসেডসের নামকরা স্কুল ‘পালিসেডস চার্টার হাই স্কুল’।

দাবানলে ভস্মীভূত হয়েছে পালিসেডসের নামকরা স্কুল ‘পালিসেডস চার্টার হাই স্কুল’। —প্রতীকী চিত্র।

পশ্চিমি সঙ্গীতের দুনিয়ায় বিশ শতকের বিস্ময়, অস্ট্রিয়ান-আমেরিকান সুরকার আর্নল্ড শোনবার্গের প্রায় এক লক্ষ স্বরলিপির প্রতিলিপি পুড়ে ছাই হয়ে গেল ক্যালিফোর্নিয়ার দাবানলে। লস অ্যাঞ্জেলেসের পালিসেডসের সুরকারের ২ হাজার বর্গফুটের পারিবারিক বাড়িটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। গানের দুনিয়ায় এ এক বিরাট ক্ষতি বলে মনে করছেন সঙ্গীতজ্ঞেরা।

Advertisement

দাবানলে ভস্মীভূত হয়েছে পালিসেডসের নামকরা স্কুল ‘পালিসেডস চার্টার হাই স্কুল’। স্কুলের অধ্যক্ষ পামেলা ম্যাগি জনসাধারণের কাছে স্কুলের অস্থায়ী ঠিকানার জন্য জায়গা চেয়ে আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘দাবানল আমাদের ছাদটুকু কেড়ে নিয়েছে। বহু পড়ুয়া গৃহহারা। তাদের জীবনে স্বাভাবিকতা বজার রাখতে স্কুল চালু রাখা জরুরি।’’

পুড়ে গিয়েছে ঐতিহাসিক অল্টাডেনা কমিউনিটি গির্জা। গির্জার অর্গ্যান-বাদক ইভান গ্রিফিত জানালেন, ‘আগুনে পুড়ে গিয়েছে প্রাচীন অর্গান আর অন্য বাদ্যযন্ত্রগুলি। এ এক অপূরণীয় ক্ষতি।’

আজ, ফের বাড়তে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল। আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, এ দিন সকাল থেকে সান্টা অ্যানা হাওয়া ফের জোরদার হয়েছে। ফলে আগুনে হাওয়ার বেগ উঠতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত। তবে গত সপ্তাহের থেকে খানিকটা হলেও তা কম।

Advertisement
আরও পড়ুন