Myanmar Earthquake

আবার ভূমিকম্প মায়ানমারে! সাতসকালে কেঁপে উঠল মাটি, রিখটার স্কেলে মাত্রা ৫.৬

গত ২৮ মার্চের জোরালো ভূমিকম্পের পর থেকে মাঝে মধ্যেই কম্পন (আফটারশক) হয়ে চলেছে মায়ানমারে। শুক্রবারও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১১:১০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবারও ভূমিকম্প মায়ানমারে। রবিবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রবিবার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৬।

Advertisement

রবিবার সকালের কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল) নীচে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির হিসাব এখনও জানা যায়নি। প্রসঙ্গত, গত ২৮ মার্চের জোরালো ভূমিকম্পের পর থেকে মাঝে মধ্যেই কম্পন (আফটারশক) হয়ে চলেছে মায়ানমারে। শুক্রবারও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-র তথ্য অনুসারে, সেই কম্পনের মাত্রা ছিল ৪.১। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

গত ২৮ মার্চ সকালে প্রথম বার ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমারের মাটি। তার পর থেকে অন্তত শ’খানেক বার ভূকম্প-পরবর্তী কম্পন হয়েছে সে দেশে। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে বহু ভবন, রাস্তা, সেতু। অন্তত তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। খোঁজ মেলেনি ৪০০-রও বেশি মানুষের। ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ তাইল্যান্ডেও। তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ ৩০তলা ভবন ভেঙে পড়ে। সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে।

Advertisement
আরও পড়ুন