Body Recovered

প্রৌঢ় দম্পতির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার দেহ, আত্মহত্যা! তদন্তে নেমেছে পুলিশ

পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির ছেলে আধাসামরিক বাহিনীতে কর্মরত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁর বিয়েকে কেন্দ্র করে পরিবারে মতবিরোধ তৈরি হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২০:২৮
নবগ্রামে দম্পতির দেহ উদ্ধার।

নবগ্রামে দম্পতির দেহ উদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গভীর রাতে ঘরের মধ্যে থেকে উদ্ধার হল এক প্রৌঢ় দম্পতির নিথর দেহ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুঁড়ো হালদারপাড়ার ঘটনা। মৃতদের নাম শক্তি হালদার (৬৫) ও সাধনা হালদার (৫৫)। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁরা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। তবে কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শক্তি ও সাধনার দুই মেয়ে বিবাহিত। এক ছেলে এখনও অবিবাহিত। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারে কোনও রকম অশান্তি ছিল বলে তাঁরা জানতেন না। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির ছেলে আধাসামরিক বাহিনীতে কর্মরত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁর বিয়েকে কেন্দ্র করে পরিবারে মতবিরোধ তৈরি হয়েছিল। তা থেকেই ওই দম্পতি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।

মৃত শক্তির ভাই ক্ষেত্রমোহন হালদার বলেন, “বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ বৌদি হঠাৎই এসে বলেন, দাদা ভাল নেই। এর পর রাত ৩টে নাগাদ চিৎকার শুনে তাঁদের বাড়িতে গিয়ে দেখি, দাদা ঘরের মধ্যে আর বৌদি শৌচালয়ে পড়ে রয়েছেন—দু’জনেই নিথর।” নবগ্রাম থানার পুলিশ দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার নেপথ্যে আত্মহত্যা না কি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন