Bangladesh Politics

বাংলাদেশে নতুন দলের আত্মপ্রকাশের আগেই টানাপড়েন! সমঝোতাসূত্র মেনে ‘চারের বদলে ছয়’

‘বাংলাদেশ জামায়াতে ইসলামি’র ছাত্রশাখা ইসলামি ছাত্রশিবিরের প্রাক্তন নেতা আলি আহসান জোনায়েদকে নতুন দলের চার শীর্ষপদের একটিতে অন্তর্ভুক্ত করার দাবি ঘিরে সংঘাতের সূত্রপাত হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৭
(বাঁ দিক থেকে) নাহিদ ইসলাম, আখতার হোসেন, মুহাম্মদ ইউনূস, হাসনাত আবদুল্লা এবং সারজিস আলম।

(বাঁ দিক থেকে) নাহিদ ইসলাম, আখতার হোসেন, মুহাম্মদ ইউনূস, হাসনাত আবদুল্লা এবং সারজিস আলম। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণার কথা। কিন্তু তার আগেই নতুন দলের পদ নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। এই পরিস্থিতিতে ‘শীর্ষ পদের সংখ্যা’ চার থেকে বাড়িয়ে ছয় করার বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠকেরা।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর জানাচ্ছে, দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দু’টি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দু’টি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন দু’টি পদে কারা আসবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি খবরে।

প্রসঙ্গত, নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে আগেই জানানো হয়েছিল। নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন নাহিদ। এ ছাড়া, নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্যসচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হতে চলেছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আবদুল্লা। সারজিস জাতীয় নাগরিক কমিটির সঙ্গেও যুক্ত।

শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ (‘জামাত’ নামেই যা পরিচিত)-র ছাত্রশাখা ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন নেতা আলি আহসান জোনায়েদকে নতুন দলের চার শীর্ষপদের একটিতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছিল আগেই। কিন্তু তা পূরণ না হওয়ায় চলছিল টানাপড়েন। এ বার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছেন অনেকে। এ ছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও নতুন দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে বিএনপির তরফে কয়েক মাস আগেই দাবি করা হয়েছিল। অবশেষে গত বৃহস্পতিবার নতুন দলের নাম ঘোষণার নির্ঘণ্ট জানানো হয়।

Advertisement
আরও পড়ুন