US President Joe Biden’s Dog

দু’বছরেই ১১ জনকে কামড়! হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট বাইডেনের পোষ্য কমান্ডারকে সরানো হল

গত সোমবারও হোয়াইট হাউসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের এক কর্মীকে বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ০৯:৩০
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পোষ্য জার্মান শেফার্ড।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পোষ্য জার্মান শেফার্ড। — ফাইল চিত্র।

গত দু’বছরে মোট ১১ জন তার শিকার হয়েছে! আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পাশাপাশি ডেলাওয়ারের পারিবারিক বাড়িতেও তাঁর পোষ্য কুকুর কমান্ডার হামলা চালিয়েছে নিরাপত্তারক্ষী এবং গোয়েন্দা আধিকারিকদের উপর।

Advertisement

একের পর এক ঘটনার জেরে শেষ পর্যন্ত দু’বছর বয়সি ওই জার্মান শেপার্ডটিকে হোয়াইট হাউস থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। বুধবার আমেরিকার প্রেসিডেন্টের দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

গত মাসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের এক কর্মীকে বাইডেনের দুই বছর বয়সি জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছিল। সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছিলেন, আহত ওই গোয়েন্দাকর্মীর চিকিৎসা করাতে হয়েছিল।

প্রসঙ্গত, বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সময় হোয়াইট হাউসে কোনও সারমেয় ছিল না। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে দুই জার্মান শেপার্ড পোষ্য, চ্যাম্প ও মেজরকে নিয়ে নিজের সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন ট্রাম্প। সরকারি ভাবে তাদের ‘ফার্স্ট ডগ অব আমেরিকা’-র তকমাও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই তালিকায় ঠাঁই পায় কমান্ডার।

Advertisement
আরও পড়ুন