হর্ষনদীপ সিংহ। — ফাইল চিত্র।
কানাডায় আবার খুন ভারতীয় ছাত্র। এ বার ২০ বছরের যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল। কানাডায় পড়াশোনার পাশাপাশি নিরাপত্তা রক্ষীর কাজ করতেন হর্ষনদীপ সিংহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাডার এডমনটনের একটি আবাসনে শুক্রবার গুলি করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় শনিবার সকালে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ইভান রেন, জুডিথ সালতো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তাঁদের কাছে একটি আবাসনে গুলি চালানোর খবর আসে। খবর পেয়ে তারা সেখানে গিয়ে হর্ষনদীপকে পড়ে থাকতে দেখেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ওই আবাসনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, সিড়ি দিয়ে হর্ষনদীপকে ধাক্কা মেরে ফেলছেন তিন জন। তার পর পিছন থেকে গুলি করছেন। পুলিশও এই ভিডিয়ো নিয়ে মুখ খোলেনি। তাদের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ গুলি করা হয়েছে হর্ষনদীপকে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ এই ঘটনায় জড়িত নন বলেই মনে করছে পুলিশ। কেন যুবককে খুন করা হয়েছে, তা নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।