Narendra Modi

চা-পকোড়ায় পালন ‘বেরোজগারি দিবস’ 

অভিযোগ, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদী একের পর এক মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষকে বিভ্রান্ত করেছেন, কর্মসংস্থানের নজিরবিহীন সঙ্কট ‘উপহার’ দিয়েছেন।সেই কারণেই পকোড়া ভাজা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৭
বিধান ভবনের সামনে ‘বেরোজগারি’ দিবস পালন।

বিধান ভবনের সামনে ‘বেরোজগারি’ দিবস পালন।

বিজেপি যখন দেশ জুড়ে ঘটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করছে, সেই দিনেই ‘বেরোজগারি দিবস’ পালন করল যুব কংগ্রেস। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদী একের পর এক মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষকে বিভ্রান্ত করেছেন, কর্মসংস্থানের নজিরবিহীন সঙ্কট ‘উপহার’ দিয়েছেন। সেই কারণেই পকোড়া ভেজে। চা বিক্রি করে দিনটি পালন করেছেন যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। বিধান ভবনের বাইরে শনিবার প্রদেশ যুব কংগ্রেসের বিদায়ী সভাপতি শাদাব খানের পাশাপাশি পকোড়া ভাজতে হাত লাগিয়েছিলেন এআইসিসি-র সহ-পর্যবেক্ষক বি পি সিংহ, প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, আশুতোষ চট্টোপাধ্যায়েরা।

Advertisement
Advertisement
আরও পড়ুন