Heat Wave

West Bengal Weather: তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে, কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে: আলিপুর

শুক্রবার দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১৬:৩২

ছবি পিটিআই।

কোথাও বৃষ্টির সম্ভাবনা। কোনও জেলায় আবার গরমে হাঁসফাঁস অবস্থা। বৈশাখের শুরুতে কালবৈশাখীর পূর্বাভাস তো দূরঅস্ত্‌, দক্ষিণবঙ্গের পাঁচ জোলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটের উপর তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে, বেশ কিছু দিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। শুক্রবারও দার্জিলিং থেকে মালদহ— উত্তরের আট জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মেদিনীপুর, বাঁকুড়া, পানাগড়-সহ পাঁচটি জায়গায় বৃহস্পতিবার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। রাজ্যে সব চেয়ে বেশি তাপমাত্রা ছিল আসনসোলে, ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও ছিল ৪০ ছুঁইছুঁই।
শুক্রবার দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া।

Advertisement

শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে এবং বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কলকাতা-সহ বাকি জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহের কিছু জায়গায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন
Advertisement