West Bengal Weather

কড়া শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে বাঙালিকে, মধ্যে রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও

কলকাতা ছাড়া বাকি জেলাগুলিতেও শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে মানুষ। ভোরের দিকে অনেক জেলায় ঢেকে যাচ্ছে গভীর কুয়াশার চাদরে। পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে পড়তে শুরু করেছে শীত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ০৮:৫৪
আপাতত আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা একই রকম থাকবে।

আপাতত আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা একই রকম থাকবে। ফাইল চিত্র ।

ঠান্ডায় লেপমুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে নলেন গুড়ের স্বাদ নিতে হলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বাঙালিকে। কারণ বাংলায় কড়া শীত পড়তে এখনও এক-দু’সপ্তাহ বাকি। ডিসেম্বরের মাঝামাঝির আগে তেমন ঠান্ডা পড়বে না পশ্চিমবঙ্গে। এমনটাই জানাল হাওয়া অফিস। তবে কলকাতায় এখন হালকা হালকা ঠান্ডা অনুভব করতে শুরু করেছেন শহরবাসী। শনিবার সকালে কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলায় বাড়বে গরম। তবে সন্ধ্যার পর থেকে আবার কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা একই রকম থাকবে। তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। উল্লেখ্য, চলতি বছরে নভেম্বরেই কলকাতায় রেকর্ড হারে পারদ পতন হয়েছে।

Advertisement

কলকাতা ছাড়া বাকি জেলাগুলিতেও শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে মানুষ। ভোরের দিকে অনেক জেলায় ঢেকে যাচ্ছে গভীর কুয়াশার চাদরে। পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে জাঁক দিতে শুরু করেছে শীত।

অন্য দিকে, শীতের আমেজে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও। আপাতত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতি গভীর ভাবে খতিয়ে দেখছে হাওয়া অফিস। এর জেরে আগামী দিনে বাংলার আবহাওয়ায় কোনও প্রভাব পড়তে পারে কি না, সে দিকেও নজর রয়েছে আবহবিদদের।

Advertisement
আরও পড়ুন