HS Examination

WBCHSE Result 2022: উচ্চ মাধ্যমিকে প্রথম পাঁচে ২৫ জন, দেখে নিন সেই তালিকা

২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা শুক্রবার প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম পাঁচ স্থানে রয়েছেন ২৫ জন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৪:২৫
মেধাতালিকার প্রথম পাঁচে এ বছর জায়গা করে নিয়েছেন ২৫ জন পরীক্ষার্থী।

মেধাতালিকার প্রথম পাঁচে এ বছর জায়গা করে নিয়েছেন ২৫ জন পরীক্ষার্থী। নিজস্ব চিত্র।

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার প্রথম ১০টি স্থানে রয়েছেন ২৭২ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম পাঁচটি স্থানে রয়েছেন ২৫ জন। এক নজরে তাঁদের দেখে নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

প্রথম (১ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৮

অদিশা দেবশর্মা

দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

দ্বিতীয় (১ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৭

সায়নদীপ সামন্ত

জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

তৃতীয় (৪ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৬

১. রোহিন সেন

পাঠভবন (কলকাতা)

২. সোহম দাস

হুগলি কলেজিয়েট স্কুল

৩. অভীক দাস

কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন (পূর্ব বর্ধমান)

৪. পরিচয় পারি

জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

চতুর্থ (৮ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৫

১. সৌম্যদীপ মণ্ডল

জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

২. কিংশুক রায়

জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

৩. প্রীতম মিদ্যা

জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

৪. অর্পিতা মণ্ডল

পাথরমোড়া হাই স্কুল (বাঁকুড়া)

৫. অনুষ্কা ভট্টাচার্য

দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

৬. তিতলি বন্দ্যোপাধ্যায়

আরামবাগ গার্লস হাই স্কুল (হুগলি)

৭. আনন্দরূপ মুখোপাধ্যায়

রামপুর নবগ্রাম হাই স্কুল (হুগলি)

৮. নীতীশ কুমার হালদার

হুগলি ব্রাঞ্চ স্কুল

পঞ্চম (১১ জন), প্রাপ্ত নম্বর: ৪৯৪

১. চন্দ্র মণ্ডল

হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন (হুগলি)

২. দেবাঙ্ক সাহা

রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন (উত্তর ২৪ পরগনা)

৩. সায়ন্তিকা ভুইয়াঁ

সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (দক্ষিণ ২৪ পরগনা)

৪. সানা দাস

সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (দক্ষিণ ২৪ পরগনা)

৫. কোয়েল চক্রবর্তী

ওন্দা হাই স্কুল (বাঁকুড়া)

৬. দিৎসা সূত্রধর

দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

৭. সোমনাথ পাল

বাঁকুড়া গোয়েন্‌কা বিদ্যায়তন

৮. প্রভাত দত্ত

সোনামুখী বি জে হাই স্কুল

৯. খন্দকার মুসাব নওয়াজ

দক্ষিণদিহি হাই স্কুল (হুগলি)

১০. অদিতি সাহানা

দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

১১. মিষ্টু পাত্র

পাথরপ্রতিমা হাই স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন