Recruitment Scam

পুর দুর্নীতি তদন্ত: রাজ্য সুপ্রিম কোর্টে

রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও সিবিআই ইতিমধ্যেই পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় এফআইআর দায়ের করেছে বলে সূত্রের খবর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ০৭:১৫
Supreme Court of India

সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। ফাইল চিত্র।

স্কুলের মতো পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলা শুনানির তালিকায় আসবে। সিব্বল অবশ্য যুক্তি দেন, এক বার এফআইআর হয়ে গেলে বিচারপতিরাই বলবেন যে নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তাই এ দিনই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত যে মামলা আছে তার সঙ্গেই শুনানি হোক। পুরসভার দুর্নীতি নিয়ে ‘সিবিআই পদক্ষেপ করতে পারে’, সিব্বলের আশঙ্কার পরিপ্রেক্ষিতে দেশের প্রধান বিচারপতি অবশ্য বলেন, ‘‘এর মধ্যে কিছুই হবে না। যদি কিছু হয়, তা হলে আমরা আছি।’’ আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হতে পারে বলে খবর।

রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও সিবিআই ইতিমধ্যেই পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় এফআইআর দায়ের করেছে বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, গত শুক্রবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে স্কুল নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়ে গিয়েছে। স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুব নেতা (অধুনা বহিষ্কৃত) শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের সূত্রে প্রোমোটার অয়নের হদিস পেয়েছিল ইডি। অয়নের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে স্কুল নিয়োগ সংক্রান্ত নানা নথির পাশাপাশি পুর-নিয়োগের নথিও পেয়েছিল ইডি। তার পরেই পুরসভার নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠে। সম্প্রতি ওই নথির বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয় ইডি। সব পক্ষের বক্তব্য শোনার পরে তদন্তের নির্দেশ দেন তিনি। প্রয়োজনে সিবিআই পৃথক এফআইআর করতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।

Advertisement

ইডি সূত্রের দাবি, একটি-দু’টি নয়, অয়নের সল্টলেকের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে রাজ্যের অন্তত ৬০টি পুরসভার নিয়োগের নথি এসেছে। তদন্তকারীদের দাবি, ওই নথি থেকেই দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সে ব্যাপারে নথি সিবিআইকে দেওয়া হয়েছিল বলেও ইডি কলকাতা হাই কোর্টে জানিয়েছিল। তবে এ দিন শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল দাবি করেছেন, স্কুলে নিয়োগের দুর্নীতির তদন্তে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্তের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন
Advertisement