Partha Chatterjee

পার্থকে আবার হাসপাতালেই নিয়ে গেল সিবিআই, বুধবার শুনানি, তার আগে স্বাস্থ্য পরীক্ষা হবে প্রাক্তন মন্ত্রীর

হেফাজতে থাকাকালীন ৪৮ ঘণ্টা অন্তর পার্থের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। যদিও শুক্রবারের পর রবিবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। সিবিআই দফতরেই এসেছিলেন চিকিৎসক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৮
পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

পার্থ চট্টোপাধ্যায়কে মেডিক্যাল পরীক্ষার জন্য আবার হাসপাতালেই নিয়ে গেল সিবিআই। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নিজাম প্যালেস থেকে পার্থকে নিয়ে যান জোকা ইএসআই হাসপাতালে। সেখানে পার্থের কিছু মেডিক্যাল টেস্ট করানো হতে পারে বলে সূত্রের খবর।

সিবিআই হেফাজতে থাকা পার্থকে গত রবিবার হাসপাতালে নিয়ে যায়নি সিবিআই। বদলে চিকিৎসককেই ডেকে আনা হয়েছিল নিজাম প্যালেসে। কারণ হিসেবে সিবিআই সূত্রে বলা হয়েছিল, নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা। সূত্রের খবর, মঙ্গলবারও পার্থকে দেখতে সকালে নিজাম প্যালেসে এসেছিলেন এক চিকিৎসক। সম্ভবত তিনিই পার্থের কিছু মেডিক্যাল টেস্ট করানোর পরামর্শ দেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, সেই কারণেই বিকেলে পার্থকে আনা হয়ে থাকতে পারে জোকা ইএসআই হাসপাতালে।

Advertisement

এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গত শুক্রবার হেফাজতে নিয়েছে সিবিআই। পার্থকে হেফাজতে নেওয়ার অনুমতি দিয়ে আদালত বলেছিল, যেহেতু পার্থের বিভিন্ন শারীরিক অসুস্থতা রয়েছে, তাই হেফাজতে থাকাকালীন ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বস্তুত আদালতে জামিন চেয়ে বার বার পার্থের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীও। তিনি এমনও বলেছিলেন যে, পার্থের সঠিক চিকিৎসার জন্য তাঁর বাইরে থাকা দরকার। দরকারে বাড়িতেও বন্দি হতে রাজি প্রাক্তন মন্ত্রী। সেই আবেদনে অবশ্য সাড়া দেয়নি আদালত। বদলে হেফাজতে থাকাকালীন পার্থের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।মঙ্গলবার সেই স্বাস্থ্য পরীক্ষার জন্যই পার্থকে নিয়ে আসা হল ইএসআই হাসপাতালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement