মহিলার দেহ উদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মহিলাকে খুন করে বালিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল ঝাড়খণ্ডের গুমলায়। এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাইনি অপবাদে তাঁকে খুন করা হয়েছে। সোমবার ওই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। ধৃত কর্মপাল লাকড়া তাঁর দোষ স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা গুমলার ফাট্টি বাগিচা টোলির বাসিন্দা। চার দিন ধরে তাঁর খোঁজ মিলছিল না। গুমলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর পুত্র। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ‘ডাইনি’ অপবাদে তাঁর মাকে নিশানা করা হতে পারে। সেই অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। অভিযানে নামে তাদের কুকুরও।
খাতওয়া নদীর কাছ থেকে ওই মহিলার একটি তোয়ালে এবং চটি খুঁজে পায় পুলিশ। তার পরেই মহিলার প্রতিবেশী লাকড়াকে আটক করে পুলিশ। তাঁকে জেরা করতে খুনের কথা স্বীকার করেন তিনি। লাকড়া জানান, মহিলাকে খুন করে নদীর তীরে পুঁতে দিয়েছেন। তার পরেই অভিযুক্তের দেখানো জায়গা থেকে উদ্ধার হয় মহলিার দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।