TMC

সুনীল বনশলের বক্তব্যকে হাতিয়ার করেই বিজেপিকে আক্রমণের কৌশল সাজাচ্ছে তৃণমূল

সূত্রের খবর, বৈদিক ভিলেজে রাজ্য বিজেপির যে প্রশিক্ষণ শিবির হয়েছিল, সেই বৈঠকেই নাকি পর্যবেক্ষক বনশল মন্তব্য করেছিলেন, ‘‘এ রাজ্যে বিজেপির নেতা আছে, কর্মী নেই।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৯
বিজেপি নেতা সুনীল বনশল ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

বিজেপি নেতা সুনীল বনশল ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। ফাইল চিত্র

সবে পশ্চিমবঙ্গে সংগঠনের দায়িত্ব পেয়েছেন সুনীল বনশল। কৈলাস বিজয়বর্গীয়ের কাছ থেকে বাংলার দায়িত্ব নিয়ে তাঁর কাঁধে তুলে দিয়েছেন অমিত শাহ। বৈদিক ভিলেজে রাজ্য সংগঠনের নেতাদের সঙ্গে তিন দিনের কর্মসূচিও পালন করেছেন তিনি। সেই সুনীলের বক্তব্যকে হাতিয়ার করেই এ বার পশ্চিমবঙ্গের গেরুয়া শিবিরকে আক্রমণ করার কৌশল নিয়েছে তৃণমূল। সূত্রের খবর, বৈদিক ভিলেজে রাজ্য বিজেপির যে প্রশিক্ষণ শিবির হয়েছিল, সেই বৈঠকেই নাকি পর্যবেক্ষক বনশল মন্তব্য করেছিলেন, ‘‘এ রাজ্যে বিজেপির নেতা আছে, কর্মী নেই।’’

বনশলের এই বক্তব্যকে হাতিয়ার করেই এ বার আক্রমণে নামছে তৃণমূল। সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ‘‘রাজ্যে বিজেপির কেমন অবস্থা, তা তো তাদের নেতারাই বলে যাচ্ছেন। বনশল সাহেব তো বলেই গিয়েছেন, যে এ রাজ্যে নেতা আছেন কিন্তু কর্মী নেই।’’ সঙ্গে তাঁর আরও খোঁচা, ‘‘আর আমাদের দলে এক জন নেত্রী আছেন। আর সবাই কর্মী।’’

Advertisement

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে বাংলার শাসক দলকে নিশানা করে বিজেপি নেতারা নানা ভাবে আক্রমণ শানিয়েছেন। কিন্তু বিজেপির শীর্ষ নেতাই যখন রাজ্য নেতৃ্ত্ব প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন, সেই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানাতে কালবিলম্ব করতে নারাজ তৃণমূল।

Advertisement
আরও পড়ুন