Train Service Dispute

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক বর্ধমান-হাওড়া শাখায়

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। শুরু হয় মেরামতির কাজ। দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভাঙা প্যান্টোগ্রাফ সারানো সম্ভব হয়। তার পর আবার ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৬:১৩
Train Service Dispute in Bardhaman-Howrah Division

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। —নিজস্ব ছবি।

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। সোমবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় বর্ধমান-হাওড়া শাখার ডাউন লাইনের ট্রেন চলাচল। দেড় ঘণ্টার বেশি সময় ওই লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। রেলকর্মীদের চেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।

Advertisement

সোমবার দুপুরে ডাউন পান্ডুয়া লোকাল দেড়টা নাগাদ পান্ডুয়া স্টেশন থেকে ছাড়ে। ওই ট্রেন যখন জয়পুর রেল গেট পাশ করছিল, তখন আচমকাই প্যান্টোগ্রাফ ভেঙে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন। ক্রসিংয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ায় রিজ়ার্ভ লাইন দিয়েও ট্রেন চলাচল ব্যাহত হয়। তার জেরে পর পর দাঁড়িয়ে পড়ে অনেকগুলি ট্রেন। আপ লাইন ধরে ট্রেনগুলি ধীরে ধীরে এগোলেও, দীর্ঘ সময় ধরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। শুরু হয় মেরামতির কাজ। দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভাঙা প্যান্টোগ্রাফ সারানো সম্ভব হয়। তার পর আবার ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। একে গরম, তার উপর দীর্ঘ ক্ষণ ট্রেন না চলায় দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন লাইনের উপর। রেল গেটের সামনে এই বিপত্তি ঘটায় সমস্যায় পড়েন সড়কপথে যাতায়াতকারীরাও। রেল গেট বন্ধ থাকায় একের পর এক গাড়িও দাঁড়িয়ে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement