Mamata Banerjee

‘আমাকেই সহ্য করতে পারে না, ওঁর নাকি এখন মহিলা ভোট চাই’! মোদীকে আক্রমণ মমতার

সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি নিয়ে তিনি তোপ দাগলেন বিজেপিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৬:০৭
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:৩৩ key status

১১ লক্ষ লোকের আবাস আমরাই করব: মমতা

‘‘আমরা ৪২ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে। ১১ লক্ষ লোক ডিসেম্বরে ৬০ হাজার টাকা পাবেন। প্রথম কিস্তির টাকা শেষ হলে দ্বিতীয় কিস্তিতে আবার ৬০ হাজার টাকা পাবেন। আমরা করে দেব আবাস। এদের শুধু বিদায় করুন। কেউ আর উদ্বাস্তু থাকবেন না। সবাই পাট্টা পেয়ে যাবেন।’’

timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:৩১ key status

মোদী যদি জেতেন, আর নির্বাচন হবে না: মমতা

‘‘বিজেপি যাক, আপনারা চান তো? সার্ভে বিশ্বাস করবেন না। আমাদেরও ২০১৬ সালে হারিয়ে দিয়েছিল। সারা দেশের লোক ক্ষিপ্ত হয়ে আছে। দেশটাকে গণতন্ত্রের জেলখানা করে দিয়েছে। মোদী যদি জেতেন, আর নির্বাচন হবে না।’’

Advertisement
timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:২৯ key status

উনি দেশের প্রধানমন্ত্রী না, প্রচারমন্ত্রী: মমতা

‘‘সকালে উঠলে ওনার ছবি। চান করতে গেলে দেখবেন ওখানে ছবি। ঘুমোতে গেলে দেখবেন ওনার ছবি। উনি দেশের প্রধানমন্ত্রী না, প্রচারমন্ত্রী। প্রচারমন্ত্রী হয়ে গিয়েছেন।’’

timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:২৭ key status

তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই

‘‘তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। কারণ, মানুষ আমাদের সঙ্গে আছে। আমাদের সরানোর ক্ষমতা নেই তোমাদের।’’

Advertisement
timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:২৬ key status

গদ্দার বলি ওকে, নামটাও মুখে আনতে ঘেন্না হয়: মমতা

নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘গদ্দার বলি ওকে, নামটাও মুখে আনতে ঘেন্না হয়।’’

timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:২৫ key status

এসএসসি মামলায় রায় নিয়ে মন্তব্য করলেন মমতা

‘‘কাকের রায় কা-কা ই হয়। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে বলছে। চুরি করে টাকা ফেরত দেবে? মনখারাপ করবেন না। হতাশ হবেন না। আপনাদের সঙ্গে থাকব। এই রায় বেআইনি রায়। আমি জাজের কথা বলব না। রায়টা একতরফা হয়েছে। বিজেপির কথায় হয়েছে।’’ এসএসসি মামলায় রায় নিয়ে মন্তব্য করলেন মমতা।

Advertisement
timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:২২ key status

‘আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই!

‘‘প্রত্যেক দিন কাগজে মিথ্যা কথা বলছে। আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই!’’ মোদীকে আক্রমণে মমতা।

timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:২১ key status

‘টাকা দিলে নিয়ে নেবেন, কারণ, ওটা চুরির টাকা, পাপের টাকা!’

‘‘মিছিলে লোক পাচ্ছে না, আপনাদের ডাকছে। টাকা দিলে নিয়ে নেবেন। কারণ, ওটা চুরির টাকা, পাপের টাকা। আমি মনে করি, নেওয়া উচিত না। কিন্তু আপনার মনে হলে টাকাটা নিন। কিন্তু ভোটের দিন ওদের গেঁথে দিন। মানে ভোটটা তৃণমূলে দিন।’’

timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:১৮ key status

বলেছিল, ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে!

‘‘বলেছিল, ১৫ লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। দিয়েছে? বিজেপিকে হারাতে হবে তো! আর কংগ্রেস-সিপিএম বিজেপির দুটো চোখ। তৃণমূলের ভোট কাটা ওদের কাজ।’’

timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:১৭ key status

একটা কোটিপতির ভোটের দাম যা, একটা বিড়ি শ্রমিকের ভোটেরও তাই দাম

‘‘একটা কোটিপতির ভোটের দাম যা, একটা বিড়ি শ্রমিকের ভোটেরও তাই দাম। সবাই ভোটটা দিন।’’

timer শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৫:১৩ key status

ক্যা কী, ট্যাফুঁ করতে দেব না বিজেপিকে

‘‘বাংলার ভোট হলে জবাব আমি দিতাম। বিজেপিকে জবাব দিতে হবে। কারণ, নির্বাচনটা দিল্লির। সরকার বদলে দিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন