Train Blockade

সময়ে আসে না ট্রেন, প্রতিবাদে বাঁকুড়ায় দু’ঘণ্টা ধরে ট্রেন অবরোধ যাত্রীদের, ব্যাহত পরিষেবা

মালগাড়ির সংখ্যা বৃদ্ধি হওয়ায় যাত্রিবাহী ট্রেন সময়ে আসে না। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বাঁকুড়ায় ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। প্রায় ২ ঘণ্টা ধরে চলে অবরোধ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৪:৪০
ট্রেন আটকে রেললাইনের উপরে বসে যাত্রীরা। মঙ্গলবার বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে।

ট্রেন আটকে রেললাইনের উপরে বসে যাত্রীরা। মঙ্গলবার বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে। —নিজস্ব চিত্র।

মালগাড়ির সংখ্যা বৃদ্ধি হওয়ায় যাত্রিবাহী ট্রেন সময়ে আসে না। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বাঁকুড়ায় ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। সকালে জেলার ঝাঁটিপাহাড়ি স্টেশনে প্রায় ২ ঘণ্টা ধরে অবরোধ চলে। রেল আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Advertisement

বাঁকুড়া জেলার মাঝ বরাবর চলে গিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-আদ্রা শাখা। এই রেলপথের উপর নির্ভরশীল জেলার বিস্তীর্ণ অংশের মানুষ। রেলের নিত্যযাত্রীদের দাবি, সম্প্রতি খড়্গপুর-আদ্রা শাখায় মালবাহী ট্রেনের সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণেই যাত্রিবাহী ট্রেন নির্দিষ্ট সময় মেনে চলছে না বলে অভিযোগ।

নিত্যযাত্রীদের একাংশের দাবি, প্রতি দিন ওই শাখায় অধিকাংশ যাত্রিবাহী ট্রেন চলাচল করছে সময়সারণির তোয়াক্কা না করেই। প্রায় প্রতিটি ট্রেনই ২-৩ ঘণ্টা দেরিতে চলছে বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই অসুবিধার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

এমনিতে প্রতি দিন খড়্গপুর-আসানসোল ট্রেনপথ ধরে অসংখ্য মানুষ কর্মস্থলে যান। অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও খড়্গপুর-আসানসোল প্যাসেঞ্জার ট্রেন নির্দিষ্ট সময়ের তুলনায় বেশ কিছুটা দেরিতে ঝাঁটিপাহাড়ি স্টেশনে পৌঁছোলে নিত্যযাত্রীরা রেললাইনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় ২ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। এর ফলে ট্রেন পরিষেবা ব্যাহত হয়।

Advertisement
আরও পড়ুন