News Of The Day

সন্দীপ ঘোষের মামলার শুনানি শীর্ষ আদালতে, রাত দখলের আগামী কর্মসূচি ঘোষণা। দিনভর আর কী কী

হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজ সেই মামলার শুনানি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৩

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) ভেঙে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেন। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজ সেই মামলার শুনানি।

Advertisement

সন্দীপ ঘোষের মামলার শুনানি শীর্ষ আদালতে, কী জানাবে সিবিআই

গত ২৭ অগস্ট সন্দীপ শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। যদিও সেখানে শুনানি হওয়ার আগেই আর্থিক প্রতারণার মামলায় সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি রয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে। গ্রেফতারের পরে সেখানে আজ সন্দীপ কী আবেদন করেন তা নজরে থাকবে। কারণ, আগে সন্দীপ সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন। হাই কোর্ট কেন রাজ্যের গঠিত সিট ভেঙে দিল মামলায় সেই প্রশ্ন ছিল। তাঁর গ্রেফতারের পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সন্দীপ তাঁর মামলায় জামিনের আবেদন করেন কি না তা-ও দেখার। সব মিলিয়ে আজ ওই মামলায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

আরজি কর-কাণ্ডের তদন্ত, কিছু কি বলবে সিবিআই

কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যদিও সেই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি তারা। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাদের। সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী সোমবার পরবর্তী শুনানি। চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত নিয়ে কত দূর এগোতে পারল তারা? সে বিষয়ে কিছু সিবিআই বলবে কি না সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কর্মসূচি

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। বিক্ষোভ, মিছিল, অবস্থান কর্মসূচি চলেছে বৃহস্পতিবারও। আরজি কর হাসপাতালে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা। আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কলকাতা থেকে বিভিন্ন জেলায়। চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও পথে নামছেন। আন্দোলনের গতিপ্রকৃতি আজ নজরে থাকবে।

রাত দখলের আন্দোলনের আগামী কর্মসূচি ঘোষণা

মেয়েদের রাত দখলের কর্মসূচির আহ্বায়কেরা আজ একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন। সেখান থেকে আন্দোলনের আগামী পরিকল্পনার বিষয়ে ঘোষণা করা হবে।

দক্ষিণে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কেমন আবহাওয়া?

নিম্নচাপের প্রভাব কমায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। তবে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা জারি করেছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement