অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। —ফাইল চিত্র।
দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে গান গেয়েছিলেন তৃণমূল নেতা তথা স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। বলেছিলেন বেশ কিছু কথাও। অনুষ্ঠানমঞ্চের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গীত পরিবেশনা ঘিরে সমালোচনাও শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকেই দাবি করছেন, বিধায়ক সেই সময় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। ওই ঘটনার জন্য এ বার নারায়ণের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল মনে করছে, বিধায়ক মঞ্চে এমন কিছু মন্তব্য করেছেন, যা দল মান্যতা দেয় না। এমনকি অনুষ্ঠানের সময় এক মহিলার উদ্দেশেও তিনি টিপ্পনী করেছেন বলে অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে খবর, এই ঘটনাকেও ভাল চোখে দেখছে না দল। এই অবস্থায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দলের উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের শৃঙ্খলারক্ষা কমিটিকে এ বিষয়ে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বুধবার বিকেলে বলেন, “কয়েক দিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন, তা দল কোনও ভাবেই অনুমোদন করে না। জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কারণ, তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না।”
জয়প্রকাশ জানান, দলের শৃঙ্খলা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করার মতো একটি বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের, বিশেষ করে জনপ্রতিনিধিদের শোভা দেয় না, এমন কোনও মন্তব্য বা বয়ান কিছুতে দল অনুমোদন করে না। তিনি বলেন, “এটি আগেও বলা হয়েছে। সকলের এ বিষয়ে সজাগ থাকার কথা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে এটি বার বার বলেছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সীও এ বিষয়ে বেশ কয়েক জন নেতা-নেত্রীকে সময়ে সময়ে সাবধানও করেছেন। দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষ ভাবে সকলকে মেনে চলতে হবে— এই নির্দেশও বার বার দেওয়া হয়েছে।”
তবে কি এ বার নারায়ণকে ওই ঘটনার জন্য কারণ দর্শানোর নোটিস ধরানো হবে? এ বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি জয়প্রকাশ। তিনি বলেন, “এ বিষয়টি দলের জেলা শৃঙ্খলারক্ষা কমিটি দেখছে এবং এটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কোনও রকম অসৌজন্যমূলক বক্তব্য দলের কারও কাছ থেকে তৃণমূল আশা করে না, অনুমোদনও করে না।”
সম্প্রতি অশোকনগরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় তাঁকে ওই অনুষ্ঠানের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ওই ভিডিয়োটি অনুষ্ঠানের শেষ দিনের। সে দিন অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীতশিল্পী মঞ্চে ওঠার আগে বিধায়ক সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন। দর্শকাসনে তখন অনেকেই ছিলেন। ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় বিধায়কের কথা কিছু ক্ষেত্রে অসংলগ্ন ঠেকেছে বলে মনে করছে উপস্থিত জনতার একাংশ। সমাজমাধ্যমেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দলের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের পথে হাঁটছে তৃণমূল। এ বিষয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।