Partha Bhowmik

নাট্য-অনুদান নিয়ে সরব পার্থ

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে অনুদানের জন্য যে তালিকা প্রতি বছর প্রকাশ করা হয়, এ বার সেই তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গের ১০টি নাট্য-গোষ্ঠী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৮:৩৯
তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।

তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। —ফাইল ছবি।

বাংলার একাধিক নাট্য-গোষ্ঠীর অনুদান বন্ধের অভিযোগে সংসদে সরব হলেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে অনুদানের জন্য যে তালিকা প্রতি বছর প্রকাশ করা হয়, এ বার সেই তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গের ১০টি নাট্য-গোষ্ঠী। এর পরেই বাংলার নাট্য-কর্মীরা এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সামনে এনেছিলেন। ঘটনাচক্রে, পার্থ নিজেও এক জন থিয়েটার কর্মী। তিনি বুধবার লোকসভার শূন্য প্রহরে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রী পুনরায় এই তালিকা বিবেচনা করুন এবং কারও দ্বারা ‘প্ররোচিত’ না-হয়ে নতুন তালিকা প্রকাশ করুন। তাঁর সংযোজন, এই সিদ্ধান্ত বাংলার সংস্কৃতি ক্ষেত্রে আঘাত। যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হয়, তা হলে ধরে নিতে হবে ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো এটাও বাংলাকে এক প্রকার ‘বঞ্চনা’ করা।

Advertisement
আরও পড়ুন
Advertisement